বৃহস্পতিবার, ১০ মে, ২০১৮ ০০:০০ টা

ভাঙা সড়কে দুঃসহ দুর্ভোগ

মহিউদ্দিন মোল্লা, কুমিল্লা

ভাঙা সড়কে দুঃসহ দুর্ভোগ

কুমিল্লায় কুচাইতলী থেকে কোটবাড়ী সড়ক —বাংলাদেশ প্রতিদিন

কুমিল্লায় কুচাইতলী থেকে কোটবাড়ী সড়ক। এ সড়কে সরকারি বেসরকারি চাকরিজীবী, শিক্ষার্থীসহ হাজারো মানুষ চলাচল করে। সংস্কারের অভাবে সড়কজুড়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। বৃষ্টি এলেই সড়কটিতে পানি জমে গর্তের সৃষ্টি হয়। এমন সড়ক দিয়ে যাতায়াত করতে গিয়ে প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছে সাধারণ মানুষ। বিকল হচ্ছে যানবাহন। কুমিল্লা কোটবাড়িতে অবস্থিত বার্ডে চাকরি করেন এমন অন্তত ১০ জন জানান, গত প্রায় ছয় মাস আগ থেকে সড়কটিতে খোয়া ও পিচ উঠতে থাকে। তখন থেকে যদি সড়কটি সংস্কারে কর্তৃপক্ষ সচেতন হতেন তাহলে এখন সড়কটি ব্যবহার অনুপযোগী হতো না। সড়কটিতে ব্যাটারিচালিত অটোরিকশা চালান আনোয়ার হোসেন। টমসমব্রিজ থেকে যাত্রী নিয়ে কোটবাড়ির উদ্দেশে যাচ্ছিলেন। পথিমধ্যে দিদার স্কুলের কাছে সিএনজি চালিত অটোরিকশাটি গর্তে পড়ে যায়। কুমিল্লা সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী মোফাজ্জল হায়দার বলেন, এ সপ্তাহে সড়কটির সংস্কার কাজ শুরু করতে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর