বৃহস্পতিবার, ১০ মে, ২০১৮ ০০:০০ টা

সিলিন্ডার বিস্ফোরণে দুজনের মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং কাঞ্জর পাড়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশু ও নারীসহ দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তিনটি বসতঘর পুড়ে দগ্ধ হয়েছে আরো সাতজন। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল সকাল ৭টায় কাঞ্জর পাড়ার আব্দুশ শুক্কুরের বাড়িতে রান্নার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বাড়ির মালিক আব্দুশ শুক্কুরের শাশুড়ি এলেনা খাতুন (৯০) ঘটনাস্থলে ও ৪ বছরের শিশু রুমা আক্তার চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ইউএনও রবিউল হাসান জানান, সিলিন্ডার বিস্ফোরণ হয়ে বাড়িতে আগুন লাগে। এ সময় বাড়িতে ঘুমিয়ে থাকা অবস্থায় এক বৃদ্ধা ও ৮ জনকে চমেক হাসপাতালে নেওয়া হলে এক শিশুর মৃত্যু হয়।

স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনের চেষ্টা চালালেও আগুনের গতিবেগ বেশি হওয়ায় বাড়ির আসবাবপত্র ও মালামাল রক্ষা করতে পারেনি। ক্ষতিগ্রস্থ প্রতিটি পরিবারকে জেলা প্রশাসনের পড়্গ থেকে ২০হাজার টাকা করে অনুদানের ব্যবস্থা করা হয়েছে।

সর্বশেষ খবর