শিরোনাম
বৃহস্পতিবার, ১০ মে, ২০১৮ ০০:০০ টা

এক পলক

কিশোরগঞ্জে ইমাম হত্যায় ১১ জনের যাবজ্জীবন

কিশোরগঞ্জের কটিয়াদীতে মসজিদের ইমাম মেরাজ উদ্দিন মুন্সি হত্যা মামলার ১৮ বছর পর আদালত ১১ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। কিশোরগঞ্জের তৃতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আবু তাহের বুধবার আসামিদের উপস্থিতিতে এ রায় দেন। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। —কিশোরগঞ্জ প্রতিনিধি

গাছের সঙ্গে শত্রুতা

পূর্বশত্রুতার জেরে বগুড়ার ধুনট উপজেলায় একটি নার্সারির প্রায় ১ হাজার ২০০ আম গাছের চারা কেটে ফেলেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাতে উপজেলার নাটাবাড়ি গ্রামের আবুল কালাম আজাদের মিষ্টি নার্সারিতে এ ঘটনা ঘটে। এতে প্রায় ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে।

—নিজস্ব প্রতিবেদক, বগুড়া

ভেজাল রোধে সভা

রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ভেজাল রোধে ধামরাই পৌর বাজারের দেড়শতাধিক ব্যবসায়ীর সঙ্গে মতবিনিময় সভা করেছেন পৌর মেয়র গোলাম কবির। বুধবার পৌর মিলনায়তনে এ সভা হয়। সভায় পৌর কাউন্সিলরা উপস্থিত ছিলেন। সভায় পৌরমেয়র ব্যবসায়ীদের প্রতি পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে রাখতে ও ভেজাল খাবার বিক্রি না করার জন্য অনুরোধ করেন।

—ধামরাই প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর