শনিবার, ১২ মে, ২০১৮ ০০:০০ টা

বেহাল সড়কে ২৫ হাজার মানুষের দুর্ভোগ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বেহাল সড়কে ২৫ হাজার মানুষের দুর্ভোগ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বেহাল সড়ক —বাংলাদেশ প্রতিদিন

সরাইল উপজেলা সদরের সঙ্গে শাহাজাদাপুর ইউনিয়নের কোনো পাকা সড়ক নেই। ফলে শিক্ষা, স্বাস্থ্যসেবা ও উন্নয়নবঞ্চিত হচ্ছেন এ ইউনিয়নের তিন গ্রামের প্রায় ২৫ হাজার মানুষ। সম্প্রতি কয়েকদিনের বৃষ্টিতে সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ফলে জনদুর্ভোগ বেড়েছে কয়েকগুণ। স্থানীয় সরকার ও প্রকৌশল বিভাগের সরাইল উপজেলা নির্বাহী প্রকৌশলী এমদাদুল হক বলেন, ‘শাহাজাদাপুর সড়ক নির্মাণ প্রল্পটি প্রক্রিয়াধীন।’ সরেজমিনে দেখা যায়, স্থানীয় মলাইশ সেতু থেকে শাহাজাদাপুর বাজার পর্যন্ত চার কিলোমিটার সড়ক পানি-কাদায় একাকার। স্থানীয়রা জানান, একদিন বৃষ্টি হলে তিন দিনেরও বেশি সময় যান চলাচল বন্ধ থাকে এই সড়কে।

শাহাজাদাপুর গ্রামের কয়েক যুবক জানান, এই যুগে এমন বেহাল সড়ক বাংলাদেশের আর কোথাও আছে বলে মনে হয় না। সড়কটি নির্মাণের দাবিতে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করেও কাজ হচ্ছে না। কলেজছাত্রী গীতা রাণী বলেন, ‘বর্ষা মৌসুমে দুই কিলোমিটার কাদামাটির পথ হেঁটে কলেজে যেতে ইচ্ছা হয় না। অটোরিকশায় গুনতে হয় অতিরিক্ত ভাড়া।’

সর্বশেষ খবর