শনিবার, ১২ মে, ২০১৮ ০০:০০ টা

দখল হয়ে গেল শত বছরের হাট

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুরের গাংনী উপজেলার গাঁড়াবাড়িয়া  গ্রামের  শত বছরের  ঐতিহ্যবাহী  একটি হাট দখলের অভিযোগ পাওয়া গেছে। এতে বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। হাটের জমি দখলমুক্ত করার জন্য গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ করেছেন স্থানীয় গ্রামবাসী। ইউএনও বিষ্ণুপদ পাল জানান, গত ১২ এপ্রিল আমার কাছে একটি লিখিত আবেদন করেছেন স্থানীয়রা। এর পরিপ্রেক্ষিতে উপজেলা ভূমি কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। সরকারি জমি হলে অবশ্যই দখলমুক্ত করা হবে। হাট ইজারাদার ইলিয়াস হোসেন জানান, এ বছর তিনি ৫২ হাজার ৬০০ টাকা সরকারি রাজস্ব দিয়ে বার্ষিক বন্দোবস্ত নিয়েছেন। কিন্তু স্থানীয় শুকুর আলী তার বাহিনী নিয়ে এসে নিজের দাবি করে হাটের এক-তৃতীয়াংশ জমি বাঁশের বেড়া দিয়ে ঘিরে নিয়েছেন। ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান রানা বলেন, ‘এলাকায় একটি মাত্র হাট। জনস্বার্থে হাটের জমি দখলমুক্ত করা জরুরি।’ অভিযুক্ত শুকুর আলী জানান, আদালতের রায়ের ভিত্তিতে তিনি এই জমির মালিক। তাই তিনি জমির দখল নিতে হাটের তিন পাশ দিয়ে বেড়া দিয়েছেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর