শিরোনাম
শনিবার, ১২ মে, ২০১৮ ০০:০০ টা
সেমিনারে বক্তারা

করতোয়া নিয়ে দরকার মহাপরিকল্পনা

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

ঐতিহাসিক করতোয়া নদীর অতীত, বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে সেমিনার অুনষ্ঠিত হয়েছে। পল্লী উন্নয়ন একাডেমীর আয়োজনে বগুড়ার আইডাব্লিউএম হোস্টেলের কনফারেন্স গতকালের এ সেমিনারে সরকারি বেসরকারি সংস্থার বিভিন্ন পর্যায়ের গবেষক, কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সেমিনারে পঞ্চগড় জেলায় প্রবাহিত করতোয়া নদীর উৎসমুখ, নানা প্রবাহ ও উপনদী নিয়ে গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন মাহবুব সিদ্দিকী। এমএ মতিনের সভাপতিত্বে মুখ্য আলোচক ছিলেন ম. ইনামুল হক। স্বাগত বক্তৃতা করেন শেখ মেহেদী মোহাম্মদ। এছাড়া আলোচনা করেন জাহাঙ্গীর আলম খান, ফরিদুল ইসলাম, সরকার হায়দার। বক্তারা বলেন এই করতোয়া নদী সুপ্রাচীনকাল থেকে বাংলাদেশকে সমৃদ্ধ করছে। কিন্তু ক্রমাগত নদীটিও বিলীন হয়ে যাচ্ছে। অচিরেই এই নদীকে ঘিরে মহাপরিকল্পনা গ্রহণ করা উচিত। করোতোয়া যেহেতু বালিবাহিত নদী তাই এর উপ-নদীগুলো খনন করলে স্থায়িত্ব বৃদ্ধি পাবে।

সর্বশেষ খবর