শনিবার, ১২ মে, ২০১৮ ০০:০০ টা

বাউবি’র বিএ, বিএসএস পরীক্ষা শুরু

গাজীপুর প্রতিনিধি

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) পরিচালিত ব্যাচেলর অব আর্টস (বিএ) ও ব্যাচেলর অব সোশ্যাল সায়েন্স (বিএসএস) ২০১৭ সালের পরীক্ষা গতকাল শুক্রবার থেকে শুরু হয়েছে। প্রথম দিনে বিশ্ববিদালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. খোন্দকার মোকাদ্দেম হোসেন নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজ পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা পরিদর্শন করেন। এ সময় পরিচালক (তথ্য ও গণসংযোগ) মো. আবুল কাসেম শিখদার, আঞ্চলিক পরিচালক (ঢাকা) ও জীবন কৃষ্ণ মোদক সমন্বয়কারী বিএ/বিএসএস উপস্থিত ছিলেন। আবুল কাসেম শিখদার জানান, সিমেস্টারভিত্তিক এ পরীক্ষায় ৩ লাখ ৪৪ হাজার ৩৫ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে। সারাদেশে ২৭৩টি কলেজে স্থাপিত পরীক্ষা কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

এ পরীক্ষা শুক্রবার ও শনিবার দিনগুলিতে সকাল ও বিকালে অনুষ্ঠিত হবে। শেষ হবে আগামী ১০ আগস্ট।

সর্বশেষ খবর