রবিবার, ১৩ মে, ২০১৮ ০০:০০ টা

গার্মেন্ট শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধে বিশেষ বরাদ্দ দাবি

নারায়ণগঞ্জ প্রতিনিধি

ঈদের আগে গার্মেন্ট শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ করতে অর্থ মন্ত্রণালয়ের কাছে নগদ সহায়তার একটি বিশেষ প্রণোদনা বরাদ্দের জন্য শ্রম প্রতিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন বিকেএমইএ সভাপতি নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি সেলিম ওসমান। তিনি বলেন, ‘রমজান মাসে এমনিতেই প্রতিষ্ঠানের উৎপাদন ৪০ শতাংশ হ্রাস পায়। এর মধ্যে জুনের মাঝামাঝি ঈদ হওয়ায় এবং জুন ব্যাংক ক্লোজিংয়ের মাস হওয়ায় শিল্পোদ্যোক্তাদের বেতন-ভাতাদি পরিশোধ করতে হিমশিম খেতে হবে।’

ঢাকায় বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউট (কেআইবি) কনভেনশন হলে বিকেএমইএর উদ্যোগে ৪২৯ শ্রমিকের মৃত্যু দাবির চেক পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর অনুষ্ঠানে তিনি শ্রম প্রতিমন্ত্রীর কাছে এমন দাবি রাখেন। প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু এমপি সেলিম ওসমানের দাবির কথাটি বিবেচনায় রাখেন। সেলিম ওসমানের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু।

সর্বশেষ খবর