সোমবার, ১৪ মে, ২০১৮ ০০:০০ টা

পৌর কাউন্সিলর স্কুল শিক্ষকসহ নিহত ৭

প্রতিদিন ডেস্ক

পৌর কাউন্সিলর স্কুল  শিক্ষকসহ নিহত ৭

রাজশাহী, বরিশাল, নওগাঁ, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, নোয়াখালী ও কক্সবাজারের টেকনাফে সড়ক দুর্ঘটনায় পৌর কাউন্সিলর ও স্কুলশিক্ষকসহ সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৫ জন। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর— কিশোরগঞ্জ : করিমগঞ্জ পৌরসভা কার্যালয়ের কাছে গতকাল সন্ধ্যায় ট্রাক্টরের চাপায় কিশোরগঞ্জ পৌরসভার সাবেক কমিশনার ফজলুল করিম খান সানু মারা গেছেন। এ সময় মাজহারুল ইসলাম নামে একজন গুরুতর আহত হয়েছেন। তাকে রাতেই ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। নওগাঁ : নওগাঁ-রাজশাহী মহাসড়কে মান্দা উপজেলার ভোলাবাজার এলাকায় গতকাল বাসচাপায় স্কুলশিক্ষক কাজল কুমার প্রামাণিক (৩৫) নিহত হয়েছেন। কাজল উপজেলার ভারশোঁ গ্রামের বীরেন্দ্রনাথ প্রামাণিকের ছেলে। তিনি উপজেলার মৈনম উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে কর্মরত ছিলেন। রাজশাহী : রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে গোদাগাড়ী উপজেলার সুলতানগঞ্জ বাজারে গতকাল সকালে বাসের ধাক্কায় রাশিদা বেগম (৬০) নামে এক নরীর মৃত্যু হয়েছে। তার বাড়ি গোদাগাড়ী উপজেলার সারাংপুর পুলিশ পাড়ায়। বরিশাল : উজিরপুর উপজেলার সোনার বাংলা এলাকায় বাস-ট্রাক সংঘর্ষে একজন নিহত ও ১১ জন আহত হয়েছে। গতকাল বেলা ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত কাঞ্চন রাজ (৫০) বাবুগঞ্জ  উপজেলার কেদারপুর গ্রামের জব্বার আলীর ছেলে। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় সাতজনকে শেরেবাংলা মেডিকেলে ভর্তি করা হয়েছে। টেকনাফ : কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যংয়ে সড়কে গতকাল দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। নিহত মেহেদী হাসান (২০) হোয়াইক্যংয়ের কাঞ্জরপাড়া এলাকার জাফর আলমের ছেলে। হবিগঞ্জ : বাহুবল উপজেলায় বাসের সঙ্গে সংঘর্ষে অটোরিকশা যাত্রী এক গৃহবধূ নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন তার ছেলেসহ আরও চারজন। ঢাকা-সিলেট মহাসড়কে উপজেলার কালীবাড়ি প্রাথমিক বিদ্যালয় এলাকায় গতকাল এ দুর্ঘটনা ঘটে। নিহত স্বর্ণা (২৮) বাহুবলের হিলালপুর গ্রামের তমিজ আলীর স্ত্রী। নোয়াখালী : বেগমগঞ্জ চৌরাস্তা-চৌমুহনী সড়কে গতকাল বিকালে কাভার্ড ভ্যানচাপায় মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। তার নাম শ্যামল মজুমদার। তিনি কোম্পানীগঞ্জ উপজেলার কদমতলী গ্রামের বালন মজুমদারের ছেলে।

সর্বশেষ খবর