বুধবার, ২৩ মে, ২০১৮ ০০:০০ টা
মাদকবিরোধী অভিযান

২৪ ঘণ্টায় আটক ১২৪

প্রতিদিন ডেস্ক

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সে সরকার—সম্প্রতি এমন ঘোষণার পর সারা দেশে শুরু হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযান। এর অংশ সিহাবে গত ২৪ ঘণ্টায় আটক হয়েছেন ১২৪ জন। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর— গোপালগঞ্জ : পাঁচ হাজার বার পিস ইয়াবা ও বিভিন্ন মামলায় ৩৩ জনকে আটক করেছে পুলিশ। আটকদের মধ্যে এক দম্পতিসহ সাত মাদক ব্যবসায়ী রয়েছেন। বাকিরা বিভিন্ন মামলার ওরেন্টভুক্ত আসামি। সিরাজগঞ্জ : বিভিন্ন উপজেলায় বিশেষ অভিযানে ২০ জনকে আটক করা হয়েছে। এ সময় আটকদের কাছ থেকে ফেনসিডিল, হেরোইন ও গাঁজা জব্দ করা হয় বলে জানিয়েছে পুলিশ। বাগেরহাট : জেলার নয়টি উপজেলায় পুলিশের অভিযানে আটক হয়েছেন ১৪ মাদকসেবী। আটকদের মধ্যে ১৪ জন মাদক মামলার আসামি বলে নিশ্চিত করেছে পুলিশ। ঝিনাইদহ : জেলার বিভিন্ন উপজেলা থেকে ১২ মাদক ব্যবসায়ীসহ ৪৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় বেশকিছু মাদকদ্রব্য জব্দ করা হয়। চাঁদপুর : মতলব (উ.) উপজেলার সাহেব বাজার এলাকা থেকে তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পলিশ। এ সময় তাদের কাছ থেকে জব্দ করা হয়েছে ৫১ পিস ইয়াবা বড়ি। গাইবান্ধা : সদর, সাদুল্যাপুর ও পলাশবাড়ি উপজেলা থেকে ইয়াবা ও হেরোইনসহ আটক হয়েছেন তিনজন। লালমনিরহাট : হাতীবান্ধা উপজেলায় অভিযানে ২০ কেজি গাঁজা ও ২৫ পিস ইয়াবাসহ তিনজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এছাড়া তিস্তা চরাঞ্চলে ৪৫০ পিস ইয়াবা ও হিরোইনসহ একজনকে গুলি করে আটক করা হয়েছে। গুলিবিদ্ধ জাভেদের বাড়ি সদর উপজেলার তিস্তা রতিপুর গ্রামে। গতকাল তাকে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বগুড়া : দুপচাঁচিয়া উপজেলার কইল কলোনী এলাকা থেকে আধা গাঁজাসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় গতকাল দুপচাঁচিয়া থানায় মামলা হয়েছে। এছাড়া বরিশাল নগরীতে গত চার দিনের মাদকবিরোধী অভিযানে গ্রেফতার করা হয়েছে ২৮ জনকে। এ সব ঘটনায় ২৭টি মামলা হয়েছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর