বুধবার, ২৩ মে, ২০১৮ ০০:০০ টা

নির্যাতনের ভয়ে থানার ছাদ থেকে ‘লাফ’

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

পুলিশি নির্যাতন থেকে বাঁচতে রাসেল মিয়া (২১) নামে এক যুবক ব্রাহ্মণবাড়িয়া সদর থানা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে আহত হয়েছেন বলে জানা গেছে। তাকে প্রথমে সদর হাসপাতাল পরে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। সোমবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। রাসেল পৌর শহরের মধ্যপাড়া শান্তিবাগের আলকাছের ছেলে ও শাহ্জালাল ইসলামী ব্যাংক ব্রাহ্মণবাড়িয়া শাখার নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত। এ ঘটনার প্রতিবাদে গতকাল এলাকাবসী বিক্ষোভ, মানববন্ধন করেছেন। আহত রাসেলের মামা খবির মিয়া জানান, সোমবার বিকালে রাসেলকে বাড়ি থেকে ডেকে থানায় নিয়ে যায় পুলিশ। থানা ভবনের ছাদে নিয়ে তাকে বেধড়ক পেটানোর পর নিচে ফেলে দেয়। একই অভিযোগ করেন রাসেলের বড় ভাই লিটন মিয়া। অভিযোগ অস্বীকার করে অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসেন বলেন, চুরির ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য রাসেলসহ কয়েকজনকে থানায় নিয়ে যাওয়া হয়। ইফতারের সময় থানা ভবনের দ্বিতীয় তলায় থাকা রাসেল কর্তব্যরত কনস্টেবলের চোখ ফাঁকি দিয়ে ছাদে উঠে পড়ে। এরপর সেখান থেকে লাফিয়ে নিচে পড়ে। সদর হাসপাতাল সূত্র জানায়, রাতে পুলিশের লোকজন রাসেল মিয়াকে ভর্তি করেন। এ সময় রোগীর বাহক হিসেবে খাতায় রেজিস্ট্রি করা হয় সদর থানা পুলিশের এসআই ধর্মজিতের নাম। পরে এসআই এর নাম কেটে পুলিশের সোর্স আনিসের নাম লেখা হয়।

সর্বশেষ খবর