বুধবার, ২৩ মে, ২০১৮ ০০:০০ টা

এক পলক

বজ্রপাতে দুই প্রাণহানি

খুলনার রূপসায় বজ্রপাতে ফয়সাল নামের এক যুবক নিহত হয়েছেন। উপজেলার জুগিহাটিতে গতকাল এ ঘটনা ঘটে। ফয়সাল ওই এলাকার মিন্টু শেখের ছেলে। সিরাজগঞ্জ : উল্লাপাড়ায় ধান কাটতে গিয়ে বজ্রপাতে খলিল মোল্লা নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। খলিল ওই গ্রামের মনছের মোল্লার ছেলে।

—প্রতিদিন ডেস্ক

জ্বালানি তেল সরবরাহ বন্ধ

ট্রাফিক ও হাইওয়ে পুলিশের পথে পথে চাঁদাবাজি, হয়রানি ও মারধরের প্রতিবাদে বিমানের জ্বালানি তেলসহ অন্যান্য জ্বালানি তেল সরবরাহ বন্ধ রেখেছে ট্যাংকলরি চালক ও সহকারীরা। গতকাল থেকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের গোদনাইল পদ্মা ও মেঘনা অয়েল কোম্পানির ডিপো থেকে বিমানের জ্বালানি তেলসহ অন্যান্য জ্বালানি তেল সরবরাহ বন্ধ রাখা হয়। —সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

পোল্ট্রি শিল্পের সংকট বিষয়ে সংলাপ  

পোল্ট্রি শিল্পের বর্তমান সংকট এবং সমাধানের উপায় বিষয়ক আঞ্চলিক সংলাপ গতকাল গাজীপুর সার্কিট হাউস মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি ছিলেন মো. জাহিদ আহসান রাসেল এমপি। বিশেষ অতিথি ছিলেন সিমিন হোসেন রিমি এমপি। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খন্দকার ইয়াসির আরেফিনের সভাপতিত্বে বক্তৃতা করেন ড. নুর আহমেদ খন্দকার, ডা. মো. আব্দুল হালিম, ড. বখতিয়ার হোসেন, ড. জুলফিকার রহমান, দীপক রঞ্জন রায়, প্রফেসর আমিনুল ইসলাম, খন্দকার মো. মহসিন, ডা. মো. জহিরুল ইসলাম, এসএম মোকসেদ আলম, ড. নাসরীন সুলতানা প্রমুখ। —গাজীপুর প্রতিনিধি

৮৭ পরিবারকে সহায়তা

কালিয়াকৈর পৌরসভার পক্ষ থেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৮৭ পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে ওয়ার্ড কমিশনার সারোয়ার হোসেন আকুলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন পৌরমেয়র মজিবুর রহমান, প্যানেল মেয়র শামসুল আলম সরকার ও কালিয়াকৈর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম তুষারীসহ অন্যরা।  —কালিয়াকৈর প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর