বুধবার, ২৩ মে, ২০১৮ ০০:০০ টা

টঙ্গীতে পানিবন্দী মানুষের দুর্ভোগ

আফজাল, টঙ্গী

টঙ্গীতে পানিবন্দী মানুষের দুর্ভোগ

গত তিন ধরে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে টঙ্গী ও আশপাশ এলাকা। এতে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন এলাকাবাসী ও পথচারী। পানিবন্দী মানুষের দুর্ভোগ দিন দিন বেড়েই চলছে। পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার অভাবে সামান্য বৃষ্টি হলেই সড়ক, মহাসড়ক, স্কুল কলেজ মাদ্রাসা ও বিভিন্ন প্রতিষ্ঠান তলিয়ে যায়।

সরজমিন ঘুরে জানা যায়, বৃষ্টির পানিতে গতকাল তলিয়ে গেছে টঙ্গী ও আশপাশ এলাকা। পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার অভাব ও পয়:নিষ্কাশনের অভাবে সামান্য বৃষ্টি হলেই তলিয়ে যায় বিভিন্ন এলাকা। এরমধ্যে টঙ্গী স্টেশন রোড, মাছিমপুর, তালতলা রোড, সোনালী ট্যোবাকো রোড, থানা গেট, সরকারি হাসপাতাল, মেঘনা রোড, চেরাগআলী ভাদাম সড়ক, কলেজ গেট, আউচপাড়া, মোল্লাবাড়িসহ বিভিন্ন এলাকায় হাঁটু থেকে কোমর পর্যন্ত পানি।

এ ব্যাপারে টঙ্গী জোনের নির্বাহী প্রকৌশলী লেহাজ উদ্দিন বলেন, ড্রেনগুলো অনেক দিনের পুরনো। তাছাড়া পয়নিষ্কাশনের অভাবে একটু বৃষ্টি হলেই পানি জমে যায়।

সর্বশেষ খবর