সোমবার, ৪ জুন, ২০১৮ ০০:০০ টা

অপারেশনে শিশুর মৃত্যু, চিকিৎসক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, রংপুর

রংপুর নগরীর মেডিকেল মোড় এলাকার একটি বেসরকারি সেন্ট্রাল ক্লিনিকে অপারেশন করার সময় এক শিশু মারা যাওয়ার ঘটনায় পুলিশ চিকিৎসক অধ্যাপক আবদুল হাইকে গ্রেফতার করেছে। শিশুর পরিবার এ মৃত্যুর জন্য ক্লিনিক মালিক ও চিকিৎসকসহ ৭ জনের নামে হত্যা মামলা করেছেন। গত শনিবার রাতে শিশু মৃত্যুর এ ঘটনা ঘটে। এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, গাইবান্ধার খামারবাড়ি এলাকার রেজাকুল হকের স্ত্রী লাকী বেগম গলায় টনসিল রোগে আক্রান্ত তার ছয় বছরের ছেলে সিয়ামকে নিয়ে গত বুধবার দুপুরে সেন্ট্রাল ক্লিনিকে এসে ডা. আবদুল হাইয়ের সঙ্গে দেখা করেন। তিনি অপারেশন বাবদ ২০ হাজার টাকা চান। ওইদিন এত টাকা না থাকায় ছেলেকে নিয়ে লাকী বেগম বাড়ি ফিরে যান। শনিবার দুপুরে তিনি টাকা সংগ্রহ করে সিয়ামকে নিয়ে সেন্ট্রাল ক্লিনিকে আসেন। বিকালে সিয়ামের অপারেশন শুরু হয়। কিন্তু সে অপারেশন থিয়েটারেই মারা যায়।

এ ঘটনা জানাজানি হলে স্থানীয় লোকজন ক্লিনিকে হামলা চালিয়ে বেশকিছু আসবাবপত্র ভাঙচুর করেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার পর থেকে ক্লিনিকের মালিক, অন্য চিকিৎসক ও কর্মচারীরা পলাতক রয়েছেন। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল মিঞা বলেন, নিহত শিশুর মা লাকী বেগম বাদী হয়ে অপারেশনকারী চিকিৎসক আবদুল হাই, ক্লিনিকের স্বত্বাধিকারী জাকারিয়াল হক বাবুসহ ৭ জনকে আসামি করে হত্যা মামলা করেছেন। রাতেই চিকিৎসক হাইকে গ্রেফতার করা হয়।

সর্বশেষ খবর