সোমবার, ৪ জুন, ২০১৮ ০০:০০ টা

হাত খরচের টাকায় বিনামূল্যে ইফতার

পাবনা প্রতিনিধি

পাবনায় একদল যুবক হাত খরচের টাকা বাঁচিয়ে তা দিয়ে ইফতার সামগ্রী বিতরণ করছেন। শহরের পৈলানপুর পাওয়ার হাউস পাড়ার মোড়ে যুবকদের প্রচেষ্টা আর প্রবীণদের সহযোগিতায় প্রথম রোজা থেকে বিনামূল্যে এ ইফতার বিতরণ করা হচ্ছে। প্রতিদিন প্রায় ২০০ মানুষের হাতে তুলে দেওয়া হয় ইফতার সামগ্রী। যাতে থাকে খেজুর, ছোলা, সরবত ও পরিমাণমতো বরফ কুচি। ইফতার নিতে শিশু থেকে প্রবীণ সব বয়সের মানুষ শহরের বিভিন্ন পাড়া মহল্লা থেকে ভিড় করেন।

জানা যায়, ২০০৯ সালের ১৬ ডিসেম্বর পৈলানপুর পাওয়ার হাউস পাড়ায় ‘জয়যাত্রা’ নামের একটি সংগঠনের আত্মপ্রকাশ ঘটে। স্থানীয় যুব সমাজ সংগঠনটির সদস্য। প্রতিষ্ঠার পর থেকে চলছে তাদের নানা সামাজিক কার্যক্রম। এলাকাবাসী জানান, সংগঠনের সদস্যরা কিশোর, তরুণ, যুব সমাজকে মাদকের হাত থেকে রক্ষায় কাজ করছে। পকেটের অর্থ দিয়ে সহযোগিতা করছে নিম্নআয়ের মানুষদের। সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও বর্তমান উপদেষ্টা সাইফুল ইসলাম জানান, অস্থায়ী জায়গার জন্য অনেক কিছু করতে বাধার সম্মুখীন হতে হচ্ছে সংগঠনটিকে। জায়গার ব্যবস্থা আর সরকারি-বেসরকারি অনুদান পেলে আধুনিক কম্পিউটার শিক্ষা কার্যক্রম পরিচালনা করার পরিকল্পনাও রয়েছে তাদের। সাইফুল ইসলাম বলেন, ‘সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকেই এলাকার কিশোরদের নিয়ে নিয়মিত ক্রিকেট ও ফুটবল খেলার চর্চা করে আসছে।’ মাদকমুক্ত সমাজ গড়তে এলাকার যুবকদের সুসংগঠিত করে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে সবার সহযোগিতা চেয়েছেন তিনি।

সর্বশেষ খবর