সোমবার, ৪ জুন, ২০১৮ ০০:০০ টা

বেনাপোল বন্দরে অগ্নিকাণ্ড আমদানি-রপ্তানি বন্ধ

বেনাপোল প্রতিনিধি

যশোরের বেনাপোল স্থলবন্দরের ট্রাক টার্মিনালে গতকাল ভোররাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ১০ কোটি টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট সাড়ে তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনার পর থেকে বেনাপোল বন্দর দিয়ে দুই দেশের আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে। বেনাপোল বন্দরের পরিচালক আমিনুল ইসলাম জানান, ট্রাক টার্মিনালে ভারত থেকে আসা পণ্যবোাঝাই ট্রাক অবস্থান করে থাকে। কিন্তু নিয়মবহির্ভূতভাবে ভারত থেকে আমদানি করা বিভিন্ন যানবাহনের চেসিস ও তৈরি মোটরসাইকেল রাখা হয় টার্মিনালের অভ্যন্তরে। আর এক পাশে রাখা ছিল অ্যাসিড জাতীয় পদার্থ। রাত সাড়ে ৩টার দিকে অ্যাসিডের ড্রাম বিস্ফোরিত হয়ে পাশের একটি বোঝাই ট্রাকে পড়লে আগুন ধরে যায়। পরে আগুন ১০-১২টি ট্রাকে ছড়িয়ে পড়ে তুলা, সুতা, মোটর পার্টস ও কেমিক্যাল পণ্য পুড়ে যায়। পুড়ে গেছে বেশকিছু মোটরসাইকেলও। আমিনুল ইসলাম আরও জানান, আগুন নিয়ন্ত্রণে এসেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ ১০ কোটি টাকা হতে পারে। বন্দর কর্তৃপক্ষ অগ্নিকাণ্ডের ঘটনায় ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। এদিকে অগ্নিকাণ্ডে পণ্যবোঝাই ১০টি ভারতীয় ট্রাক পুড়ে যাওয়ার ক্ষতিপূরণ দাবি করে গতকাল সকাল থেকে বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ করে দিয়েছে ভারতীয় ট্রাক ও ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন। ভারতীয় সিঅ্যান্ডএফ এজেন্ট স্টাফ ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশনের শ্রী কার্তিক চক্রবর্তী জানান, ক্ষতিপূরণ না পাওয়া পর্যন্ত আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে। বেনাপোল কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার সাঈদ আহম্মেদ রুবেল জানান, ভারতীয় ট্রাক ও ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন আমদানি-রপ্তানি বন্ধ রাখলেও বন্দরে মালামাল ওঠা-নামাসহ সব ধরনের কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

সর্বশেষ খবর