সোমবার, ৪ জুন, ২০১৮ ০০:০০ টা

ক্রসফায়ারের ভয় দেখিয়ে স্বীকারোক্তি, মামলা

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীতে থানা হাজতে নির্যাতন ও ক্রসফায়ারের ভয় দেখিয়ে স্বীকারোক্তি আদায়ের অভিযোগে শিবপুর থানার এএসআই সোহেল রানাসহ পাঁচ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা হয়েছে। নরসিংদী জেলা ও দায়রা জজ আদালতে গতকাল  নির্যাতিত আবুল কালামের স্ত্রী সোমা বেগম মামলাটি করেন। আসামিরা হলেন— এএসআই সোহেল রানা,  এসআই রিজাউল কাজী, এএসআই মামুন, মনোহরদী থানার এসআই নাজিম ও এএসআই শাহীন সরকার। সোমা বেগম বলেন, আমার স্বামী মাদক ব্যবসা দূরের কথা কখনো মাদক সেবনও করেনি। তার বিরুদ্ধে অতীতে থানায় কোনো মামলাও নেই। আর ২ লাখ টাকার জন্য সেই লোকটিকে মাদক ব্যবসায়ী বানিয়েছে এএসআই সোহেল।

এ ব্যাপারে অভিযুক্ত এএসআই সোহেল রানা বলেন, থানায় কাউকে নির্যাতন করা হয়নি। হিমেলকে ঘটনার সঙ্গে সম্পৃক্ততা না থাকায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে কোনো টাকা নেওয়া হয়নি।

সর্বশেষ খবর