সোমবার, ৪ জুন, ২০১৮ ০০:০০ টা

‘বছরে পাঁচ হাজার শিশু মুগুর পা নিয়ে জন্মে’

গাজীপুর প্রতিনিধি

ক্লাবফুট (মুগুর পা) মুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে গাজীপুরে গতকাল বিশ্ব ক্লাবফুট দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে র‌্যালি বের হয়। পরে তাজউদ্দীন আহমদ মেডিকেলের পরিচালক ডা. আলী হায়দার প্রধান অতিথির বক্তৃতা করেন। এ সময় অধ্যক্ষ ডা. আসাদ হোসেন, ডা. গৌরাঙ্গ বৈরাগী, ডা. ওয়াকিল আহমেদ, ডা. জামিল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। জামিল হোসেন বলেন, ‘প্রতি বছর বাংলাদেশে প্রায় পাঁচ হাজার শিশু ক্লাবফুট বা মুগুর পা নিয়ে জন্মায়। ফলে জন্মগতভাবেই শিশুর পা বাঁকা থাকে। চিকিৎসা না করালে মুগুর পা প্রতিবন্ধিত্ব সৃষ্টি করে।’ তিনি বলেন পনসেটি নামক জনৈক অস্ট্রেলিয়ান নাগরিক এ রোগের চিকিৎসার জন্য একটি পদ্ধতি উদ্ভাবন করেন, যা পনসেটি মেথড নামে পরিচিত। এ  মেথডের  মাধ্যমে এ রোগটির সহজ, সুলভ ও স্থায়ী চিকিৎসা সম্ভব। বাংলাদেশে বেসরকারি সংস্থা ‘দি গ্নেনকো ফাউন্ডেশন’ পরিচালিত ওয়াক ফর লাইফ প্রকল্প বিনামূল্যে এ চিকিৎসা সেবা দিচ্ছে।

সর্বশেষ খবর