শুক্রবার, ৮ জুন, ২০১৮ ০০:০০ টা

এক দিনে সড়কে নিহত ১৪

প্রতিদিন ডেস্ক

দেশের বিভিন্ন স্থানে সড়কে প্রাণ গেছে ১৪ জনের। টাঙ্গাইল, ঢাকার ধামরাই, কক্সবাজারের চকরিয়া, সাতক্ষীরা, লালমনিরহাট, শেরপুর, নওগাঁ, গাজীপুর ও গোপালগঞ্জে বুধবার রাত থেকে গতকাল বিকাল পর্যন্ত এ সব দুর্ঘটনা ঘটে। প্রতিনিধিদের পাঠানো খবর— টাঙ্গাইল : বঙ্গবন্ধু সেতু পূর্বপাড়ের সংযোগ সড়কের চরবাবলা এলাকায় তিন ট্রাকের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন দুজন। নিহত একজনের পরিচয় জানা গেছে। তার নাম আশিক হাসান। তিনি পাবনার চারটমহরের রবিউলের ছেলে। ধামরাই : ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ে গতকাল ভোরে ট্রাকচাপায় প্রাইভেট কারের চালকসহ দুজনের মৃত্যু হয়েছে। চকরিয়া : চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার মালুমঘাট এলাকায় দুই ট্রাকের সংঘর্ষে চালক-হেলপার নিহত হয়েছেন। বুধবার দিবাগত রাত ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন— চালক ভুট্টো (৩০) ও হেলপার শাহাবউদ্দিন। সাতক্ষীরা : শ্যামনগর উপজেলা সদরের সোনারমোড় ও শ্যামনগর-কাশিমাড়ি সড়কে গতকাল পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুজন নিহত হয়েছেন। তারা হলেন— উপজেলার সোনাখালী গ্রামের মইজউদ্দিনে শিশুকন্যা আয়সা মনি ও কাশিমাড়ি গ্রামের ফকির মিস্ত্রীর ছেলে অম্বর মিস্ত্রি। লালমনিরহাট : কালীগঞ্জ উপজেলার সুন্দ্রাহাবী এলাকায় বুধবার রাতে ট্রলির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে অতুল চন্দ্র নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত অতুল কালীগঞ্জের পশুরাম পাড়ার প্রিয় নাথের ছেলে ও প্রাণ ফুডের এসআর হিসেবে কর্মরত ছিলেন। শেরপুর : মহিন্দ্র ট্রাক থেকে পড়ে ওই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ইসরাফিল নামে এক বালু শ্রমিকের মৃত্যু হয়েছে। ঝিনাইগাতী উপজেলার তাওয়াকুচা নামক স্থানে গতকাল সকালে এ দুর্ঘটনা ঘটে। নওগাঁ : নওগাঁ-রাজশাহী মহাসড়কের মান্দা উপজেলায় গতকাল বিকালে বাসচাপায় হুমায়ন কবির নামে একজনের প্রাণহানি ঘটেছে। হুমায়ন নওগাঁ কারাগারের কারারক্ষী হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি রাজশাহীর মোহনপুরে। গোপালগঞ্জ : জেলা শহরের পাচুড়িয়া এলাকায় ব্যাটারিচালিত দুটি অটোরিকশার সংঘর্ষে সাহেব আলী নামে এক বৃদ্ধ মারা গেছেন। তার বাড়ি মুকসুদপুর উপজেলার গুনহর গ্রামে। গাজীপুর : জেলার কালীগঞ্জে ট্রাকের সঙ্গে সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত ও একজন আহত হয়েছেন। নিহতরা হলেন, সাইদুর রহমান ও আলম মিয়া এবং আহত হয়েছেন মাসুম মিয়া। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার ঢাকা-দিনাজপুর বাইপাস সড়কের কালীগঞ্জের নাগরী এলাকার মঠবাড়ি নামক স্থানে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর