শুক্রবার, ৮ জুন, ২০১৮ ০০:০০ টা

কুড়িগ্রাম কারাগারে ধারণ ক্ষমতার দ্বিগুণ বন্দী

কুড়িগ্রাম প্রতিনিধি

মাদক নির্মূলে সরকারের শীর্ষ পর্যায় থেকে সাঁড়াশি অভিযান পরিচালনার নির্দেশের পরই কুড়িগ্রামের ৯টি উপজেলায় শুরু হয় আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান। ধরা পড়তে থাকে মাদকে সম্পৃক্তরা। জেলা কারাগারে বাড়তে থাকে বন্দীর সংখ্যা। বুধবার এ রিপোর্ট লেখা পর্যন্ত কুড়িগ্রাম কারাগারে ৪২৬ জন বন্দী ছিলেন বলে জানা গেছে।

কুড়িগ্রাম কারাগারের জেল সুপার ওমর ফারুক জানান, গত ১২ মে থেকে ৩ জুন পর্যন্ত ১৮১ জন পুরুষ এবং ছয়জন মহিলা কারাগারে এসেছেন। কুড়িগ্রাম জেলা কারাগারে কারাবন্দীর ধারণক্ষমতা ২০০ জন। এর মধ্যে পুরুষ ১৮০ ও মহিলা ২০ জন। তবে ৭০০ জন পর্যন্ত আসামি এখানে রাখা যায়। তিনি আরও জানান, মাদকসেবীরা কারাগারে এসে মাদক না পেয়ে অস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি করছে। তিনি জানান, কারা অভ্যন্তরে মাদক প্রবেশের কোনো সুযোগ নেই। কারণ কারারক্ষীরা মূল ফটকে প্রত্যেকের শরীর তল্লাশি করে ভিতরে নেয়। এছাড়া কারা অভ্যন্তরে জেল পুলিশ সতর্কতার সঙ্গে নজরদারি করছে।

সর্বশেষ খবর