শুক্রবার, ৮ জুন, ২০১৮ ০০:০০ টা

পুড়ে গেছে ১৫০ দোকান ক্ষতি ৫০ কোটি টাকা

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহ নগরীর গাঙ্গিনারপাড় হকার্স মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে দেড় শতাধিক দোকান ও মালামাল। গতকাল সকাল সাড়ে ৬টায় লাগা এ আগুন নিয়ন্ত্রণে বেলা ২টা পর্যন্ত কাজ করে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট, র‌্যাব-পুলিশ ও ব্যবসায়ীরা। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ ৫০ কোটি টাকার বেশি ছাড়িয়ে যাবে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন ব্যবসায়ী নেতারা। অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে আট সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক। ফায়ার সার্ভিস কর্মকর্তারা ধারণা করছেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। ময়মনসিংহ জেলা প্রশাসক ড. সুভাষ চন্দ্র জানান, বিভিন্ন সংস্থার লোকজন ক্ষয়ক্ষতি নিরূপণে কাজ করছেন। ঈদ বিবেচনা করে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের স্বল্প সময়ের মধ্যে ক্ষতিপূরণ ও ব্যাংক ঋণ প্রদানের সহযোগিতারও আশ্বাস দেন তিনি। জানা যায়, গাঙ্গিনারপাড় হকার্স মার্কেটে দেড় শতাধিক পাইকারি ও খুচরা দোকান রয়েছে।

যার অধিকাংশই জুতা, গার্মেন্ট ও কসমেটিকসের। বৃহস্পতিবার ভোরে আগুনের লেলিহান শিখা দেখতে পান ব্যবসায়ীরা। খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের চারটি ও পরে আরও ছয়টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ততক্ষণে আগুন ছড়িয়ে পড়ে পুরো মার্কেটে। আতঙ্কে হকার্স মার্কেটের পাশের দোকানপাটের মালামালও সরিয়ে নেন দোকানিরা। হকার্স মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল হক জানান, আগুনে সব দোকান ও মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। আসন্ন ঈদ সামনে রেখে ব্যবসায়ীরা ঋণ করে, সুদ নিয়ে একটু লাভের আশায় প্রতিটি দোকানে সামগ্রী তুলেন। সব হারিয়ে এখন নিস্ব এখানকার ব্যবসায়ীরা। দোকানি হৃদয় জানান, তাদের পরিবারের আয়ের একমাত্র উৎস একটি জুতার দোকান। আগুনে সব পুড়ে ছাই হয়ে গেছে। ব্যবসায়ী রবিন ও বিপ্লব বলেন, ‘আগুনে সব শেষ। এখন আমরা পথের ভিখারি। ঈদ সামনে রেখে সুদে টাকা নিয়ে মাল তুলেছিলাম একটু লাভের আশায়।’

সর্বশেষ খবর