শুক্রবার, ৮ জুন, ২০১৮ ০০:০০ টা

ভুল চিকিৎসার অভিযোগ

ভোলা প্রতিনিধি

ভুল চিকিৎসার অভিযোগ তুলে মাতৃনিলয় নার্সিং হোম নামে একটি প্রাইভেট ক্লিনিক ও চিকিৎসক আফরোজা বেগমের বিচার দাবি করা হয়েছে। ভোলা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে ভুক্তভোগী প্রসূতির স্বামী জামাল উদ্দিন গতকাল এই দাবি জানান।

লিখিত বক্তৃতায় জামাল উদ্দিন জানান, মাতৃনিলয় নার্সিং হোমের ডাক্তার আফরোজা বেগম গত ২১ মে তার স্ত্রী সালমার সিজার করেন। এ সময় অসাবধানতাবশত জরায়ুর একটি রগ কেটে ফেলা হয় এবং রগ কাটা অবস্থায় সিজার শেষ করে প্রসূতিকে বেডে পাঠিয়ে দেওয়া হয়। কিছুক্ষণ পর সালমার অবস্থার অবনতি ঘটলে দ্রুত তাকে পাঠানো হয় বরিশাল শেরেবাংলা মেডিকেলে। সেখানকার চিকিৎসকরা পুনরায় অপারেশন করে দেখেন প্রসূতির জরায়ুর একটি রগ কাটা রয়েছে এবং তা থেকে রক্তক্ষণ হচ্ছে। ১৫ দিন শেরেবাংলা মেডিকেলে চিকিৎসা শেষে তার স্ত্রী সুস্থ হয়ে উঠেছেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর