শুক্রবার, ৮ জুন, ২০১৮ ০০:০০ টা

বাজেটে জনমতের প্রতিফলন ঘটবে না

---------------------- গয়েশ্বর

সিরাজগঞ্জ প্রতিনিধি

২০১৮-২০১৯ সালের প্রস্তাবিত বাজেটকে এ সরকারের সর্বশেষ লুটপাটের বাজেট বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ  রায়। তিনি বলেন, ‘বিলাসী বাজেটে প্রকল্প বাড়ানোর উদ্দেশ্যই হলো লুটপাট। এ বাজেটে জনমতের কোনো প্রতিফলন নেই।’

গতকাল সিরাজগঞ্জ-৫ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী দলের কেন্দ্রীয় সহপ্রচার সম্পাদক আমিরুল ইসলাম আলিমের পক্ষে  বেলকুচির তামাই হাইস্কুল মাঠে দরিদ্রদের মধ্যে শাড়ি-লুঙ্গি ও কম্বল বিতরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। বেলকুচি পৌর বিএনপির আহ্বায়ক গোলাম আজমের সভাপতিত্বে বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ এতে বক্তৃতা করেন।  এ সময় মজনু খান, বনি আমিন, আলম কমিশনার, এন্তাজ আলী প্রা, আব্দুস সামাদ সরকার ও  মিয়া শামীমসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য আন্দোলনের প্রস্তুতি নিতে নেতা-কর্মীদের প্রতি আহবান জানান গয়েশ্বর রায়। তিনি বলেন, ‘দেশে আজ গণতন্ত্র নেই। আইনের শাসন নেই। খালেদা জিয়াকে মুক্ত করতে গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে আপনারা আন্দোলনের প্রস্তুতি নিন। ঈদের পর যখনই ডাক আসবে আপনারা ঐক্যবদ্ধভাবে কেন্দ  ঘোষিত কর্মসূচি বাস্তবায়ন করবেন।’

সর্বশেষ খবর