শুক্রবার, ৮ জুন, ২০১৮ ০০:০০ টা

‘সরকারি রাস্তা দখলের অভিযোগ মিথ্যা’

ভালুকা প্রতিনিধি

ভালুকায় উপজেলার ভরাডোবা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মেম্বার আমিরুল ইসলামের বিরুদ্ধে একটি কুচক্রী মহল সাংবাদিকদের ভুল তথ্য দিয়ে পত্রিকায় সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন হয়েছে। বুধবার সন্ধ্যায় উপজেলার একটি হোটেলে সংবাদ সম্মেলনে আমিরুল ইসলাম মেম্বার লিখিত বক্তব্যে বলেন, তার বিরুদ্ধে সরকারি রাস্তা দখল করার অভিযোগ মিথ্যা। ওই জায়গায় তার বাপ-দাদার কবরস্থান। কবরের পুব পাশ দিয়ে পুরাতন রাস্তা থাকা সত্ত্বেও এলাকার একটি মহল কবরস্থানের ভিতর দিয়ে রাস্তাটি স্থায়ী করতে চায়। এ জন্য আদালতে মামলা করা হয়েছে। ওই জায়গার ওপর আদালতের ১৪৪ ধারা জারি রয়েছে। মেম্বার বলেন, কবরস্থানের উপর দিয়ে যাওয়া রাস্তাটি কবরস্থানের পুব পাশ দিয়ে ঘুরিয়ে দিয়েছেন। নতুন রাস্তাটির জায়গাও তার বাপ দাদার সম্পত্তি যার বাজার মূল্য প্রায় ২০ লাখ টাকা।

সর্বশেষ খবর