শনিবার, ৯ জুন, ২০১৮ ০০:০০ টা

টঙ্গীতে পাঁচ ঘণ্টার বৃষ্টিতে ১৫ ঘণ্টা ভোগান্তি

টঙ্গী প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীতে পাঁচ ঘণ্টার বৃষ্টিতে ১৫ ঘণ্টা ভোগান্তির শিকার হন নগরবাসী। নগরীর অলিগলি সড়ক-মহাসড়ক পানিতে তলিয়ে ব্যাপক দূর্ভোগের সৃষ্টি হয়। মানুষের এই দুর্ভোগ কবে মিটবে  তা নিয়ে হতাশায় নগরবাসী। একদিকে জলজট, আরেক দিকে সড়কে খানাখন্দ, ড্রেনেজ ব্যবস্থা নাজুক। সব মিলে নগরের বেহাল দশা। গতকাল ভোর থেকে শুরু হয় প্রবল বৃষ্টি। এতে টঙ্গী স্টেশন রোড, মাছিমপুর, আরিচপুর, টঙ্গী থানা গেইট, হাসপাতাল গেইট, তালতলা রোড, মেঘনা রোড, চেরাগআলী, কলেজগেট, হোসেন মার্কেটসহ বিভিন্ন এলাকায় ২/৩ ফুট পানি জমে চরম দুর্ভোগ দেখা দেয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত গত রাত ১০টার সময়েও স্টেশনরোড এলাকায় ছিল পানি আর পানি।

টঙ্গী থানার ওসি কামাল হোসেন বলেন থানা গেট ও থানার ভেতরে কোমড় পানি। অফিসে ঢুকাই মুশকিল।

টঙ্গী জোনের কর্মকর্তা লেহাজ উদ্দিন বলেন, প্রবল বৃষ্টি থাকায় পানি আটকে গেছে।

সর্বশেষ খবর