শনিবার, ৯ জুন, ২০১৮ ০০:০০ টা

বেদে সম্পদায়ের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

মুন্সিগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জে ঈদবস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। মুন্সীগঞ্জের লৌহজং থানার মাঠে শুক্রবার বেদে সমপ্রদায়ের ৫৩৫ পরিবাবের মাঝে এসব ঈদ সামগ্রী বিতরণ করেছে উত্তরণ ফাউন্ডেশন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উত্তরণ ফাউন্ডেশনের চেয়ারম্যান অতিরিক্ত ডিআইজি (সংস্থাপন) মো. হাবিবুর রহমান। তিনি বলেন, সমাজের সুবিধাবঞ্চিত বেদে সমপ্রদায় আমার সন্তানের মতো। আমরা যদি তাদের সামাজিকভাবে তুলে না আনি তারা যাবে কোথায়। আপনাদের আর পানির উপর নৌকায় থাকতে হবে না। বেদে সমপ্রদায়কে কারিগরি শিক্ষার মাধ্যমে সমাজে এমন ভাবে মাথা উঁচু করে দাঁড়াবেন যে, আজকে আপনারা দান নিচ্ছেন, কিন্তু আগামীতে আত্মনির্ভরশীল হয়ে অবহেলিত দরিদ্র মানুষকে সাহায্য করবেন।

আল ইমদার-এর চেয়ারম্যান মো. মাজহারুল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার মুস্তাফিজুর রহমান, মিরকাদিম পৌরসভার মেয়ের শহিদুল ইসলাম শাহিন, আলী আহম্মেদ রাসেল, কামরুল হাসান শায়েক, শেখ আ. বাকির, মাহবুবুর রহমান, অ্যাড. লাবলু মোল্লা, অ্যাড. সেতু ইসলাম, এবিএম শোয়েব,  মো. আসাদুজ্জামান, আলমগীর হোসাইন,  নজরুল ইসলাম, মো. ইউনুস আলী, লিয়াকত আলী, ইয়রদৌস হাসান, সাইফুল ইসলাম, জিল্লুর রহমান, মফিজুর রহমান প্রমুখ।

সর্বশেষ খবর