শুক্রবার, ২২ জুন, ২০১৮ ০০:০০ টা

বিএনপির মিছিলে পুলিশের বাধা লাঠিচার্জ

খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসা দাবি

প্রতিদিন ডেস্ক

দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসার দাবিতে গতকাল সারা দেশে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি। কর্মসূচিতে কোথাও কোথাও পুলিশের বাধা ও লাঠিচার্জ করার অভিযোগ পাওয়া গেছে। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর— বান্দরবান : বিক্ষোভ-মিছিলে লাঠিচার্জ করেছে পুলিশ। এতে ২২ নেতা-কর্মী আহত হয়েছেন। এ সময় মিছিল থেকে ছয়জনকে আটক করা হয়েছে। তারা হলেন- যুবদল নেতা সেলিম রেজা, পৌর যুবদলের যুগ্ম সম্পাদক মোহাম্মদ কাশেম, কলেজ ছাত্রদলের মো. শাহাদাত, উক্য মারমা, বাপ্পী চাকমা ও ইউসুফ। খুলনা : মহানগরীর কেডি ঘোষ রোডে দলীয় কার্যালয়ের সামনে কর্মসূচিতে সভাপতিত্ব করেন নজরুল ইসলাম মঞ্জু। তিনি বলেন, সুচিকিৎসা দেশের প্রতিটি নাগরিকের সাংবিধানিক মৌলিক অধিকার। মানুষের এ অধিকার হরণ করেছে সরকার। বরিশাল : মহানগর এবং উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে সদর রোডে বিক্ষোভ সমাবেশে মনিরুজ্জামান ফারুকের সভাপতিত্বে বক্তৃতা করেন মেজবাহ উদ্দিন ফরহাদ, আকতারুজ্জামান শামীম। সমাবেশ উপলক্ষে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় মোতায়েন ছিল বিপুল সংখ্যক পুলিশ। চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গা অ্যাসোসিয়েশন হল প্রাঙ্গণে বিক্ষোভ ও সমাবেশ করা হয়। তবে পুলিশি বাধার মুখে মিছিলটি অ্যাসোসিয়েশন হলের সীমানা পার হয়ে রাস্তায় উঠতে পারেনি। খাগড়াছড়ি : জেলা সদরের কলাবাগান থেকে ওয়াদুদ ভূইয়ার নেতৃত্বে মিছিল বের করে শহরের দিকে যেতে চাইলে পুলিশ বাধা দেয়। পরে সেখানে সমাবেশ করে নেতা-কর্মীরা। সাতক্ষীরা : সোহেল আহমেদ মানিকের নেতৃত্বে মিছিলটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে গ্রেফতার এড়াতে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। টাঙ্গাইল : ভিক্টোরিয়া রোডে দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল বের করতে চাইলে পুলিশ বাধা দেয়। পরে সেখানেই সমাবেশ করে। বগুড়া : পুলিশের কাঁটাতারের ব্যারিকেডের ভিতর সমাবেশ করেছে বগুড়া জেলা বিএনপি। বক্তৃতা করেন ভিপি সাইফুল ইসলাম, জয়নাল আবেদীন চাঁন। নারায়ণগঞ্জ : জেলায় মিছিল থেকে বাড়ি ফেরার পথে ১৫ ছাত্রদল নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। শহরের চাষাঢ়ায় বিক্ষোভ মিছিল করা হয়। বিক্ষোভ শেষে সমাবেশে বক্তরা বলেন, আন্দোলন সংগ্রাম করেই এ সরকারকে বিদায় এবং খালেদা জিয়াকে মুক্ত করতে হবে।

সর্বশেষ খবর