শুক্রবার, ২২ জুন, ২০১৮ ০০:০০ টা

সাত জেলায় সড়কে ৯ প্রাণহানি

প্রতিদিন ডেস্ক

সাত জেলায় সড়ক দুর্ঘটনায় নয়জন নিহত হয়েছেন। গতকাল এ দুর্ঘটনা ঘটে। প্রতিনিধিদের পাঠানো খবর— চরফ্যাশন : ভোলার চরফ্যাশনে ট্রাক-বোরাক (স্থানীয় যান) সংঘর্ষে গতকাল দুজন নিহত ও সাতজন আহত হয়েছেন। নিহতরা হলেন— মুনসুর আলি শিকদার (৪৬) ও সিয়াম (১১)। গুরুতর আহতদের বরিশাল শেরে বাংলা মেডিকেলে পাঠানো হয়েছে। কিশোরগঞ্জ : করিমগঞ্জ ও পাকুন্দিয়ায় গতকাল পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন ৪০ জন। নিহত একজনের নাম বিল্লাল। তিনি বাসের হেলপার ছিলেন বলে জানা গেছে। তার বাড়ি ভোলা জেলায়। অপরজন অজ্ঞাত পরিচয় নারী। খাগড়াছড়ি : জেলার মহালছড়ির লেমুছড়িতে গতকাল মাইক্রোবাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। তার নাম সুগত চাকমা (৪২)। তিনি ব্র্যাক কর্মী ছিলেন। বাড়ি পানছড়ির মাচ্ছ্যাছড়া এলাকায়। ফেনী : দাগনভূঞার সিলোনিয়ায় সড়ক দুর্ঘটনায় মজিবুল হক (৫৫) নামে এক পল্লী চিকিৎসকের মৃত্যু হয়েছে। ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে গতকাল দুপুরে এ দুর্ঘটনা ঘটে। মজিবুল জায়লাস্কর ইউনিয়নের জয় নারায়নপুর গ্রামের মৌলভী বাড়ির বাসিন্দা। কুমিল্লা : লাকসামে ঘুমন্ত চালকের উপর ট্রাক তুলে দিল হেলপার। এতে ঘটনাস্থলেই মারা গেছেন চালক। ঘটনাটি ঘটে গতকাল দুপুরে উপজেলার দৌলতগঞ্জ বাজার জামে মসজিদের সামনে। নিহত ট্রাকচালক রিগেল (৩৫) রাজশাহীর বাগমারার জাহেরের ছেলে। ঘটনার সময় ট্রাক পার্কিং করে চালক রিগেল গাড়ির নিচে ঘুমিয়ে ছিলেন। ময়মনসিংহ : গৌরীপুরে ব্যাটারিচালিত অটোরিকশাচাপায় রিফাত (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার উত্তর বাজার এলাকায় গতকাল এ ঘটনা ঘটে। রিফাত স্থানীয় মেছিডেঙ্গী গ্রামের আব্দুল মোতালেবের ছেলে। নেত্রকোনা : সদর উপজেলার লক্ষীগঞ্জ ইউনিয়নে মোটরসাইকেল দুর্ঘটনায় গতকাল সন্ধ্যায় হোমিও ডাক্তার এম এ কুদ্দুস নিহত হয়েছেন। তিনি নেত্রকোনা হোমিও কলেজের অধ্যক্ষ ছিলেন। বাড়ি দূর্গাপুর উপজেলায়।

সর্বশেষ খবর