রবিবার, ১ জুলাই, ২০১৮ ০০:০০ টা
স্কুলছাত্র অন্তর হত্যা

‘খুনিদের অনেকে বিচার চেয়ে আন্দোলন করছেন’

ফরিদপুর প্রতিনিধি

‘খুনিদের অনেকে বিচার চেয়ে আন্দোলন করছেন’

ফরিদপুরের নগরকান্দার স্কুলছাত্র আলাউদ্দিন মাতুব্বর অন্তর হত্যায় জড়িতদের অনেকেই এখন খুনের বিচার দাবিতে আন্দোলন করছে—এমন দাবি অন্তরের পরিবারের। স্থানীয় তালমা বাজারে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শেষে সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন অন্তরের মা জান্নাতি বেগমসহ স্বজনেরা। ভুত্তভোগী পরিবারের দাবি, খুনের ঘটনা ভিন্ন খাতে নিতে একটি মহল ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টা করছে। জান্নাতি বেগম বলেন, ‘অন্তরকে যারা খুন করেছে তাদের মধ্যে পাঁচজন আটক হলেও মূল পরিকল্পনাকারী এখনও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। নিজেকে বাঁচাতে তারা মানববন্ধন, বিক্ষোভেও অংশ নিচ্ছে। অন্তরের খালাতো ভাই জানান, অন্তরকে অপহরণের পরই হত্যা করা হয়। যারা হত্যায় জড়িত তাদের মধ্যে দুজন প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। পুলিশের হাতে মাহাবুবুল আলম আটক হওয়ার পর সে জড়িতদের নাম বলেছে। কিন্তু রহস্যজনক কারণে পুলিশ তদের আটক করছে না। এদিকে অন্তর খুনে জড়িতদের শাস্তির দাবিতে প্রতিদিনই সভা, সমাবেশ, বিক্ষোভ ও মানববন্ধন করছেন স্থানীয়রা। গতকালও তালমা বাজারে মিছিল, সমাবেশ থেকে খুনের মূল পরিকল্পনাকারীকে গ্রেফতারের দাবি জানানো হয়। উল্লেখ্য, গত ৭ জুন রাত ৮টায় বাসা থেকে বের হয়ে আর ফেরেনি অন্তর। পরদিন তার মায়ের কাছে ফোন করে পাঁচ লাখ টাকা মুক্তিপণ চাওয়া হয়। এক লাখ ৪০ হাজার টাকা দেওয়ার পরও অন্তরকে ফেরত দেয়নি দুর্বৃত্তরা। গত বুধবার দিবাগত রাতে নিজ বাড়ির অদূরে মাটিচাপা দেওয়া অবস্থায় অন্তরের লাশ উদ্ধার করে পুলিশ।

সর্বশেষ খবর