রবিবার, ১ জুলাই, ২০১৮ ০০:০০ টা

পানিতে ডুবে ভাই বোনের মৃত্যু

প্রতিদিন ডেস্ক

ব্রাহ্মণবাড়িয়া ও ময়মনসিংহে পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু হয়েছে। প্রতিনিধিদের খবর—ব্রাহ্মণবাড়িয়া : আখাউড়ায় পানিতে ডুবে জান্নাত (৮) ও সাইদ (৫) নামে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। উপজেলার মনিয়ন্দ মধ্যপাড়া মিয়া বাড়িতে শুক্রবার বিকালে এ ঘটনা ঘটে। নিহতরা মনিয়ন্দ গ্রামের মাসুক মিয়ার সন্তান। স্বজনরা জানান, জান্নাত ও সাইদ নিজ বাড়ির পাশে পুকুর পাড়ে খেলছিল। এ সময় অসাবধানতাবশত পানিতে পড়ে ডুবে যায়। বাড়ির লোকজন প্রথমে জান্নাতের লাশ ভাসতে দেখে উদ্ধার করে। পরে পানিতে খোঁজখুঁজি করে সাইদের লাশ উদ্ধার করা হয়। ময়মনসিংহ : ফুলপুরে পানিতে ডুবে মাজহারুল ইসলাম কাউছার (৮) নামের এক শিশু মারা গেছে। উপজেলার আশিপাচকাহনিয়া গ্রামে গতকাল ঘটনাটি ঘটে। কাউছার ওই এলাকার মুঞ্জুরুল হকের ছেলে। পুলিশ জানায়, কাউছার বাড়ির সামনে পুকুরে বন্ধুদের সঙ্গে সাঁতার কাটছিল। একপর্যায়ে ডুব দিয়ে সে নিখোঁজ হয়। খবর পেয়ে বাড়ির লোকজন তল্লাশি চালিয়ে তার লাশ উদ্ধার করেন। ট্রলার ডুবে নিহত : নোয়াখালী প্রতিনিধি জানান, হাতিয়ার মেঘনা নদীতে শুক্রবার রাতে ট্রলার ডুবে একজনের মৃত্যু হয়েছে। জানা যায়, মেঘনা নদীতে মাছ ধরার সময় স্থানীয় বাছেত বেপারীর ট্রলার ঝড়ের কবলে পড়ে ডুবে যায়। ট্রলারে থাকা অন্যরা সাঁতারে তীরে উঠলে সদর উপজেলার শ্রমিক ছৈয়াল (৫৫) নিখোঁজ হন। পরে নদীতে তার ভাসমান লাশ দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেন।

সর্বশেষ খবর