মঙ্গলবার, ৩ জুলাই, ২০১৮ ০০:০০ টা

এক পলক

ট্রেনে কাটা পড়ে মৃত্যু

গাইবান্ধা সদরের লক্ষ্মীপুর ইউনিয়নের হাজীর গেট এলাকায় গতকাল ট্রেনে কাটা পড়ে মনিরা আক্তার (১৩) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। মনিরা লক্ষ্মীপুরের উজির ধরণি গ্রামের মোজাফফর মিয়ার মেয়ে ও লক্ষ্মীপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ছিল। —গাইবান্ধা প্রতিনিধি

দুই বখাটের কারাদণ্ড

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার কেশবপুর এলাকায় দুই ছাত্রীকে ইভ টিজিংয়ের দায়ে দুই বখাটে যুবককে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্তরা হলো- রবিউল ইসলাম (৩০) ও সোহেল রানা (২৮)।

—জয়পুরহাট প্রতিনিধি

ফতুল্লায়  গার্মেন্টে অগ্নিকাণ্ড

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় ‘রাসেল গার্মেন্ট’ নামের রফতানিমুখী পোশাক কারখানার গুদাম ঘরে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে মজুদ করা বিপুল পরিমাণ কাপড়। মালিকপক্ষের দাবি এতে তাদের প্রায় ৫০ লাখ টাকা ক্ষতি হয়েছে। সোমবার  দুপুর ১টায় ফতুল্লার ভূঁইগড়ে এলাকার রাসেল গার্মেন্টের টিনশেডের ওই গুদাম ঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট প্রায় তিন ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। খবর পেয়ে ওই কারখানা পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনের এমপি ও বিকেএমইএর সভাপতি সেলিম ওসমান। —নারায়ণগঞ্জ প্রতিনিধি

সোনার বারসহ আটক

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার লোকনাথপুর এলাকা থেকে ৮১৫ গ্রাম ওজনের সাতটি সোনার বারসহ ইদ্রিস আলী (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি। গতকাল ভোর সাড়ে ৪টার দিকে তাকে আটক করা হয়। জব্দ সোনার মূল্য ৩৫ লাখ টাকা।

—চুয়াডাঙ্গা প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর