শিরোনাম
শুক্রবার, ৬ জুলাই, ২০১৮ ০০:০০ টা

ঝড়বৃষ্টি এলেই বিদ্যালয় ছুটি!

নিজস্ব প্রতিবেদক, রংপুর

ঝড়বৃষ্টি এলেই বিদ্যালয় ছুটি!

রংপুরের পীরগঞ্জে খোলা আকাশের নিচে পাঠদান —বাংলাদেশ প্রতিদিন

আবহাওয়া ভাল থাকলে শিক্ষার্থীদের খোলা আকাশে নিচে পাঠদান করা হয়। ঝড়বৃষ্টি এলেই বাজে ছুটির ঘণ্টা। এ চিত্র রংপুরের পীরগাছা উপজেলার আব্দুল হক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। এ অবস্থা চলছে আড়াই বছর ধরে। ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। বিদ্যালয় কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, ২০১৬ সালের শুরুর দিকে ভূমিকম্পে বিদ্যালয় ভবনের বিভিন্ন স্থানে বড় বড় ফাটল দেখা দেয়। খসে পড়ে ছাদের পলেস্তরা। অনেক আবেদন-নিবেদনের পরও আর সংস্কার করা হয়নি। ফলে দুটি কক্ষ পরিত্যক্ত ও দুটি ঝুঁকিপূর্ণ হওয়ায় খোলা আকাশের নিচে মাটিতে পাটি বিছিয়ে শিক্ষার্থীদের পাঠদান দেওয়া হয়। পঞ্চম শ্রেণির শিক্ষার্থী আলতামাস বাবুল, রোকসানা পারভীন ও চতুর্থ শ্রেণির খাদিজা জানায়, শ্রেণিকক্ষে বসে ক্লাস করতে ভয় হয়। তাই বারান্দায় আবার কখনো খোলা আকাশের নিচে হয় পাঠদান। প্রধান শিক্ষক আহসানুল মোহসেনিন বলেন, ‘দেয়ালে ফাটলের কারণে শিক্ষার্থীরা কক্ষে বসে ক্লাস করতে চায় না। আকাশ পরিষ্কার থাকলে খোলা মাঠে পাঠদান দেওয়া হয়। সামান্য বৃষ্টি হলে বারান্দায় নেওয়া হয় ক্লাস। ভবনটি সংস্কার করার জন্য একাধিকবার উপজেলা ও জেলা শিক্ষা অফিসে আবেদন করা হলেও কোনো ফল হচ্ছে না। ঝড়বৃষ্টি থাকলে শিক্ষার্থীরা বিদ্যালয়ে আসে না। পীরগাছা উপজেলার ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা সেকেন্দার আলী বলেন, ‘যতদূর জানি বিদ্যালয়টি সংস্কারের জন্য জেলা প্রাথমিক শিক্ষা অফিস উদ্যোগ নিয়েছে।’

সর্বশেষ খবর