শিরোনাম
শুক্রবার, ৬ জুলাই, ২০১৮ ০০:০০ টা

শিক্ষার্থী-গ্রামবাসী সংঘর্ষ, আহত ২৫

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী-গ্রামবাসীর দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে পাঁচ পুলিশ সদস্যসহ আহত হয়েছেন ২৫ জন। বুধবার রাত ও গতকাল সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় সংলগ্ন ১০-১৫টি দোকান ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এতে ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি স্থানীয় ব্যবসায়ী ওবায়দুরের। এদিকে দোষীদের শাস্তি দাবিতে গতকাল গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েক রাউন্ড টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। শৈলকুপায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘাত : ঝিনাইদহ প্রতিনিধি জানান, এলাকায় অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শৈলকুপায় সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। এ সময় ভাঙচুর করা হয়েছে সাতটি বাড়িঘর। শৈলকুপা উপজেলার বয়েড়া গ্রামে গতকাল সকালে এ ঘটনা ঘটে।

সর্বশেষ খবর