শিরোনাম
শুক্রবার, ৬ জুলাই, ২০১৮ ০০:০০ টা

কাঁটাখালি সেতু সংরক্ষণের দাবি

নালিতাবাড়ী প্রতিনিধি

মুক্তিযুদ্ধের সাক্ষী কাঁটাখালি সেতুটি সংরক্ষণের দাবি জানিয়েছে শেরপুরের নালিতাবাড়ী ও ঝিনাইগাতী উপজেলাবাসী। ১৯৭১ সালের ৬ জুলাই এই সেতুটি ধ্বংস করতে আসে পাকসেনারা। তখন তারের সন্মুখ ুদ্ধে শহীদ হন নাজমুল আহসান, আলী হোসেন ও মোফাজ্জল হোসেন। সেতুটি যুদ্ধের পর থেকেই অযত্ন-অবহেলায় পড়ে আছে। এলাকাবাসী ও মুক্তিযোদ্ধারা জানান, একাত্তরের ২৬ এপ্রিলের পরই পাকসেনারা নালিতাবাড়ী, ঝিনাইগাতী, শ্রীবরদী, নকলা উপজেলার বিভিন্ন স্থানে ঘাঁটি স্থাপন করে। হেড কোয়ার্টার করা হয় ঝিনাইগাতীর আহমদনগর উচ্চ বিদ্যালয়ে। পাক সেনাদের হেডকোয়ার্টারসহ সীমান্ত এলাকার যোগাযোগের গুরুত্বপূর্ণ কাটাখালি সেতুটি ধ্বংসের প্রয়োজনীয়তা দেখা দেয় তাদের। এ লক্ষ্যে পর পর দুটি মুক্তিযোদ্ধা দল পাঠানো হয়। তাদের অপারেশন সফল হয়নি।

সর্বশেষ খবর