সোমবার, ৯ জুলাই, ২০১৮ ০০:০০ টা

রাস্তার কাজের মালামাল মাদ্রাসা মাঠে, দুর্ভোগ

দিনাজপুর প্রতিনিধি

রাস্তার কাজের মালামাল মাদ্রাসা মাঠে, দুর্ভোগ

কাহারোলে মাদ্রাসার মাঠে রাখা রাস্তা সংস্কার কাজের সরঞ্জামাদি —বাংলাদেশ প্রতিদিন

দিনাজপুরের কাহারোলে দশ মাইল-বীরগঞ্জ মহাসড়কের উন্নয়ন কাজে মাদ্রাসা মাঠ ব্যবহার করায় দুর্ভোগের শিকার হচ্ছে শিক্ষার্থীরা। জানা যায়, কাহারোল উপজেলার গড় মল্লিকপুর ইসলামিয়া মাদ্রাসার মাঠে ঠিকাদারি প্রতিষ্ঠানের মালামাল রয়েছে গত মে মাস থেকে। এখানে অবস্থান নিয়ে প্রতিষ্ঠানের লোকজন দশ মাইল-বীরগঞ্জ মহাসড়কের কাজ করছেন। মাঠে সড়কের কার্পেটিংয়ে ব্যবহৃত বিটুমিন মেশানোর মেশিনের কালো ধোঁয়া, ধুলোবালি, মেশিনের শব্দ ও গরম বাতাসে শিক্ষার্থীরা দুর্ভোগের শিকার হচ্ছে। ‘ধোঁয়া আর শব্দের কারণে দরজা জানালা বন্ধ করে নেওয়া হয় ক্লাস-পরীক্ষা। মাঠে ভারী যানবাহন চলাচল ও মেশিন স্থাপন করায় কাঁদা পানিতে একাকার হয়ে গেছে। নেই খেলাধুলার পরিবেশ। গড় মল্লিকপুর ইসলামিয়া মাদ্রাসা সুপার আব্দুল মান্নান জানান, যথাযথ নিয়ম মেনে ও অনুমতি নিয়ে মাদ্রাসা কমিটি মাঠটির অর্ধেক ব্যবহারের অনুমতি দিয়েছে। শিক্ষার্থীদের একটু কষ্ট হচ্ছে স্বীকার করে তিনি বলেন, ‘ঠিকাদাররা মাদ্রাসার কয়েকটি রুম করে দেবে। এছাড়া কিছু উন্নয়ন কাজে সহযোগিতা করবে তারা। মাদ্রাসার সার্থেই একটু কষ্ট মেনে নিতে হচ্ছে। উল্লেখ্য, দিনাজপুর সড়ক ও জনপদ অধিদফতরের অধীনে উন্নয়ন প্রকল্পের আওতায় কাহারোল উপজেলার দশ মাইল থেকে বীরগঞ্জের শেষ সীমানা পর্যন্ত মহাসড়কে কাপেটিংয়ের কাজ চলছে। কাজটি করছে মেসার্স রেপআরসি নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান।

সর্বশেষ খবর