সোমবার, ৯ জুলাই, ২০১৮ ০০:০০ টা

সারিয়াকান্দি ধুনটের নিম্নাঞ্চল প্লাবিত

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

উজান থেকে আসা পাহাড়ি ঢলে যমুনা নদীর পানি বৃদ্ধি পেয়েছে। ফলে বগুড়ার সারিয়াকান্দি ও ধুনট উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পানিবন্দী হয়ে পড়েছেন লোকজন। বগুড়া পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, যমুনার পানি গত ২৪ ঘণ্টায় ২১ সেন্টিমিটার বেড়েছে। এতে সারিয়াকান্দি ও ধুনট উপজেলার নিম্নাঞ্চল ও চর এলাকার লোকজন পানিবন্দী হয়ে পড়েছেন। সারিয়াকান্দির চন্দনবাইশা ইউনিয়নের ঘুঘুমারী গ্রামে বন্যার পানি ঢুকে পড়েছে। সেখানকার বাসিন্দারা বাড়িঘর ছেড়ে স্থানীয় ওয়াপদা বাঁধে অবস্থান নিয়েছে। দুর্ভোগে পড়েছে বোহাইল, কর্ণিবাড়ী, কাজলা, চালুয়াবাড়ী ও হাটশেরপুর ইউনিয়নের চরাঞ্চলের লোকজন। বগুড়া পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশালী সরোয়ার ই জাহান জানান, যমুনার পানি যেভাবে বাড়ছে তাতে দু-এক দিনের মধ্যে বিপদসীমা অতিক্রম করবে। তারা সতর্ক অবস্থানে রয়েছেন।

সর্বশেষ খবর