সোমবার, ৯ জুলাই, ২০১৮ ০০:০০ টা

মহালছড়িতে সম্প্রীতি সম্মেলন

খাগড়াছড়ি প্রতিনিধি

‘যারা সাধারণ জনগণকে জিম্মি করে রাজনীতি করার চেষ্টা করছে তাদের ছাড় দেওয়া হবে না। সাধারণ পাহাড়িদের ভুল বুঝিয়ে স্বার্থান্বেষী মহল সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করছে।’

খাগড়াছড়ি সেনা রিজিয়নের অধিনায়ক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ গতকাল মহালছড়ি উপজেলা টাউনহল মিলনায়তনে মহালছড়ি সেনাজোন আয়োজিত সম্প্রীতি সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতা করছিলেন।

এ সময় বাংলাদেশের মূলধারার উন্নয়ন-অগ্রগতির সঙ্গে পার্বত্য চট্টগ্রামের উন্নয়নের ধারা এগিয়ে নিতে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি ও সহাবস্থান গড়ে তুলতে যার যার অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা। লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ মোসতাক আহমদের সভাপতিত্বে সম্মেলনে মাহবুব হাসান, বিমল কান্তি চাকমা প্রমুখ বক্তব্য রাখেন।

সর্বশেষ খবর