মঙ্গলবার, ১৭ জুলাই, ২০১৮ ০০:০০ টা

এক পলক

উপজেলা চেয়ারম্যান অপসারণ

বরগুনার তালতলী উপজেলা পরিষদ চেয়ারমান মনিরুজ্জামান মিন্টুকে তার পদ থেকে অপসারণ করা হয়েছে। তালতলীর ইউএনও, ওসি, শিক্ষকসহ একাধিক সরকারি কর্মকর্তাকে লাঞ্ছনা, সরকারি গাছ কাটা ও নলকূপ বরাদ্দের নামে অর্থ আদায়ের অভিযোগ প্রমাণিত হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এ সংক্রান্ত স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপসচিব আনজুমান আরার স্বাক্ষরিত প্রজ্ঞাপন গতকাল বরগুনা জেলা প্রশাসক কার্যালয়ে পৌঁছায়। —বরগুনা প্রতিনিধি

আওয়ামী লীগের কর্মিসভা

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে উপজেলা আওয়ামী লীগের এক বিশেষ কর্মিসভা গতকাল অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধ চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগ সভাপতি ডা. রাফিউদ্দিন আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক উপজেলা চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন বদরুদ্দোজা ফরহাদ হোসেন সংগ্রাম এমপি। —ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

পুনর্বাসন দাবি

জামালপুরে ব্রহ্মপুত্র নদের ভাঙন প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন দাবিতে মানববন্ধন করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী। গতকাল দুপুরে জামালপুর পৌরসভার হরিপুর এলাকায় ঘণ্টাব্যাপী ওই কর্মসূচি অনুষ্ঠিত হয়। বক্তারা অভিযোগ করেন, গত কয়েকদিন ধরে ব্রহ্মপুত্রের ভাঙনে বহু ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হলেও পাউবো কোনো পদক্ষেপ নেয়নি।

—জামালপুর প্রতিনিধি

বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

ফতুল্লার বিসিক শিল্প নগরী সংলগ্ন শাসনগাঁও এলাকায় মিটার টেম্পারিংয়ের মাধ্যমে বিদ্যুৎ চুরির অভিযোগে গতকাল চার গ্রাহকের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। ডিপিডিসির টাস্কফোর্স সচিব জয়ন্ত কুমারের নেতৃত্বে অভিযানে উপস্থিত ছিলেন— কামাল হোসেন, আব্দুল মজিদ, আব্দুর রউফ। সংযোগ বিচ্ছিন্ন করা গ্রাহকদের বিরুদ্ধে মামলা করা হবে বলে জানা গেছে। —নারায়ণগঞ্জ প্রতিনিধি

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর