বৃহস্পতিবার, ১৯ জুলাই, ২০১৮ ০০:০০ টা

নাম বিভ্রাটে অতিরিক্ত এক মাস জেলে

সাতক্ষীরা প্রতিনিধি

জামিন পেয়েও নাম-ঠিকানা বিভ্রাটের কারণে এক মাসেরও বেশি অতিরিক্ত জেল খেটে ছাড়া পেলেন আনোয়ারুল ইসলাম নামে এক ব্যক্তি। মঙ্গলবার সন্ধ্যায় সাতক্ষীরা জেলা কারাগার থেকে মুক্তি লাভ করেন তিনি। এর আগে গত ১৫ জুলাই বিভিন্ন গণমাধ্যমে ‘নাম বিভ্রাটে কারাগার থেকে মুক্তি পাচ্ছেন না’ শিরোনামে রিপোর্ট প্রকাশিত হয়। এর পরই কর্তৃপক্ষের টনক নড়ে। শুরু হয় তোলপাড়। সাতক্ষীরা জেল কর্তৃপক্ষের উদ্যোগে কলারোয়া থানা পুলিশ এ সংক্রান্ত একটি রিপোর্ট দেয়। ওই রিপোর্টের ভিত্তিতে সাতক্ষীরা জেলা ও দায়রা জজ সাদিকুল ইসলাম তালুকদার মঙ্গলবার তার মুক্তির নির্দেশ দেন। আনোয়ারুল ইসলাম সাতক্ষীরার কলারোয়া উপজেলার ঝিকরা গ্রামের আবুল কাসেমের ছেলে। তিনি পেশায় ভ্যানচালক। অভিযোগ আছে, তার একটি মামলার সঙ্গে জুড়ে দেওয়া হয় ভুল নাম-ঠিকানার আরও একটি মামলা। সাতক্ষীরা সদর কোর্ট ইন্সপেক্টর জানান, গণমাধ্যমে খবর প্রকাশের পর বিষয়টি আদালতের নজরে আসে। পরে জেলা জজ তাকে মুক্তির নির্দেশ দেন।

সর্বশেষ খবর