বৃহস্পতিবার, ১৯ জুলাই, ২০১৮ ০০:০০ টা

শহীদদের স্মরণে বৃক্ষ রোপণ

প্রতিদিন ডেস্ক

মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী ত্রিশ লাখ শহীদের স্মরণে গতকাল জেলা-উপজেলায় বৃক্ষ রোপণ কর্মসূচি পালিত হয়েছে। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর—

খুলনা : সকালে কর্মসূচি উদ্বোধন করেন খুলনা জেলা প্রশাসক আমিন উল আহসান। এ সময় খুলনা জিলা স্কুল প্রাঙ্গণে গাছ লাগান তিনি। বগুড়া : দুপচাঁচিয়া উপজেলার জাহানারা কামরুজ্জামান কলেজমাঠে বৃক্ষ রোপণ কর্মসূচি উদ্বোধন করেন ইউএনও এসএম জাকির হোসেন। লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রাঙ্গণে একযোগে ৩০ হাজার বৃক্ষ রোপণ করা হয়েছে। জেলা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ মাঠে কর্মসূচি উদ্বোধন করেন জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র। নোয়াখালী : জেলার এক হাজার ৫৯২টি বিদ্যালয়ে ৫৯ চারা রোপণ করা হয়। কর্মসূচির উদ্বোধন করেন ডিসি মাহবুব আলম। ঠাকুরগাঁও : ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় চত্বরে গাছের চারা রোপণ করে কর্মসূচি উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক একেএম আজাদুর রহমান। নাটোর : সিংড়া উপজেলার চৌগ্রাম প্রাথমিক বিদ্যালয় চত্বরে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক শাহিনা খাতুন। নাটোরে রোপণ করা হবে ৫৯ হাজার গাছের চারা । ঝিনাইদহ : ঝিনাইদহের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। কর্মসূচির উদ্বোধন করেন ডিসি সরোজ কুমার। সুনামগঞ্জ : সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় মাঠে গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন উদ্বোধন করেন জেলা প্রশাসক সাবিরুল ইসলাম। গোপালগঞ্জ : কোটালীপাড়ায় ২০০টি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। পৌর মেয়র কামাল হোসেন কর্মসূচির উদ্বোধন করেন। কিশোরগঞ্জ : জেলায় এক লাখ গাছের চারা রোপণ করা হচ্ছে। কিশোরগঞ্জ শহরের বিজয় চত্বরে কর্মসূচি উদ্বোধন করেন ডিসি  সারওয়ার মুর্শেদ। চাঁপাইনবাবগঞ্জ : বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন সংসদ সদস্য আব্দুল ওদুদ। বরগুনা : জেলা শহরে কর্মসূচির উদ্বোধন করেন অ্যাড. ধীরেন্দ  দেবনাথ শম্ভু এমপি। বাগেরহাট : বাগেরহাটে ৫০ হাজার গাছের চারা রোপণ করা হয়েছে। কর্মসূচির উদ্বোধন করেন এমপি মীর শওকাত আলি বাদশা। টাঙ্গাইল : সারা দেশের মতো টাঙ্গাইলেও রোপণ করা হয়েছে গাছের চারা। জেলা সদর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধানমন্ত্রীর পক্ষে গাছের চারা রোপণ কর্মসূচি উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নেছার উদ্দিন জুয়েল। হালুয়াঘাট : ময়মনসিংহের হালুয়াঘাটে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন স্থানীয় এমপি জুয়েল আরেং।

 

সর্বশেষ খবর