বৃহস্পতিবার, ১৯ জুলাই, ২০১৮ ০০:০০ টা
সম্পত্তি আত্মসাতের অভিযোগ

দেবীদ্বার উপজেলা চেয়ারম্যান গ্রেফতার

কুমিল্লা প্রতিনিধি

জাল দলিলে স্থাবর সম্পত্তি আত্মসাতের অভিযোগে কুমিল্লার দেবীদ্বার উপজেলা চেয়ারম্যান রুহুল আমিনকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গতকাল সকালে রাজধানীর শান্তিনগরের নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে দুপুরে মালিবাগে সিআইডি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে সিআইডির অর্গানাইজড ক্রাইমের সিরিয়াস ক্রাইম স্কোয়াড শাখার বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা জানান, গত ২৮ এপ্রিল ঢাকার আশুলিয়ার ভূমি অফিস থেকে লন্ডন প্রবাসী আবদুল হাকিম নামের এক ব্যক্তির কাছে একটি নোটিস যায়। নোটিসে বলা হয়— ওই ব্যক্তির মালিকানাধীন আশুলিয়া থানার পূর্ব নরসিংহপুর মৌজার একটি জমির নাম জারির জন্য রুহুল আমিন নামে এক ব্যক্তি ভূমি অফিসে আবেদন করেছেন। নোটিসটি পাওয়ার পরই তিনি ভূমি অফিসে যোগাযোগ করে দেখেন তার জমির জন্য ৪টি জাল দলিল তৈরি করে রুহুল আমিন মালিকানা দাবি করেছেন। এ ঘটনায় আবদুল হাকিম গত ২৫ মে আশুলিয়া থানায় একটি মামলা করেন। আর ১৩৭.৫০ শতাংশ পরিমাণের ওই জমির আনুমানিক বাজারমূল্য প্রায় ১১ কোটি টাকা।  মোহাম্মদ উল্ল্যা আরও জানান, ওই মামলার তদন্তভার পড়ে সিআইডির ওপর। পরে তদন্ত সংশ্লিষ্টরা দলিলে ব্যবহৃত জমির মালিকের ছবি থেকে আসল-নকল মালিক শনাক্ত করে। তারা জানতে পারে- গত ৬ জুন গুলশানের হোটেল ওয়েস্টিনে বসে রুহুল আমিন অন্য একজনকে আবদুল হাকিম সাজিয়ে জমিটি অধিগ্রহণের চেষ্টা করেন। এর প্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হয় এবং সে স্থাবর সম্পত্তি আত্মসাৎকারী চক্রের হোতা। তাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ১০ দিনের রিমান্ড আবেদন করা হবে বলেও জানান সিআইডির এ কর্মকর্তা।

সর্বশেষ খবর