বৃহস্পতিবার, ১৯ জুলাই, ২০১৮ ০০:০০ টা

ইউএনওর হস্তক্ষেপে বাল্যবিয়ে বন্ধ

নাটোর প্রতিনিধি

বাগাতিপাড়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)’র হস্তক্ষেপে বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পেল শাবনুর খাতুন (১৫) নামের এক স্কুলছাত্রী। মঙ্গলবার উপজেলার পাকা গ্রামে ওই বিয়ে হওয়ার কথা ছিল। শাবনুর ওই গ্রামের সাজদার রহমানের মেয়ে এবং পাকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। ইউএনও কার্যালয় সূত্র জানায়, পার্শ্ববর্তী চকগোয়াস গ্রামের হাসেম মৃধার ছেলে আলমগীরের সঙ্গে শাবনুরের বিয়ে ঠিক করে তার পরিবার। মঙ্গলবার তাদের বিয়ে হওয়ার কথা ছিল।

খবর পেয়ে ইউএনও নাসরিন বানু স্থানীয় ইউপি সদস্য জালাল উদ্দিনকে বিয়ে বাড়িতে পাঠান। তিনি কনের বাবা-মাকে ১৮ বছর না হওয়া পর্যন্ত মেয়েকে বিয়ে দেবেন না বলে মুচলেকা নেন।

সর্বশেষ খবর