বৃহস্পতিবার, ২৬ জুলাই, ২০১৮ ০০:০০ টা

বিশ্বনাথে অবাধে পোনা নিধন

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি

সিলেটের বিশ্বনাথ উপজেলায় অবাধে নিধন হচ্ছে মাছের পোনা ও মা মাছ। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে প্রকাশ্যে নানা প্রজাতির পোনা ধরে বিক্রি করা হচ্ছে বাজারে। এতে মাছের বংশবৃদ্ধি ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

সম্প্রতি উপজেলার বিভিন্ন বাজারে ঘুরে দেখা যায়, প্রকাশ্যে বিক্রি হচ্ছে রুই, কাতলা, মৃগেল, কালিবাউস, পাবদা, আইড়, ঘনিয়াসহ দেশীয় প্রজাতির পোনা মাছ। মৎস্য শিকারীরা উপজেলার বিভিন্ন হাওর-বাঁওড় থেকে নিষিদ্ধ কারেন্ট জাল, বেড়জাল, সুতি জাল ও নানা রকম খাঁচা দিয়ে পোনা শিকার করে। অভিযোগ আছে, স্থানীয় প্রশাসনের নাকের ডগায় পোনা মাছ বিক্রি ও নিষিদ্ধ কারেন্ট জালের রমরমা বাণিজ্য হলেও কোন আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছেনা। উপজেলা সদরের নতুনবাজারে গত রবিবার সরেজমিনে গিয়ে পোনা বিক্রির সত্যতা পান মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী জসিম উদ্দিন। ওই দিন তিনি বাজার থেকে পোনা মাছের ছবি তুলে নিলেও ‘রহস্যজনক’ কারণে কোন ব্যবস্থা নেওয়া হয়নি জড়িতদের বিরুদ্ধে। উপজেলা মৎস্য দফতরের সিনিয়র মৎস্য কর্মকর্তা সফিকুল ইসলাম ভূঁইয়া জানান, যারা পোনা শিকার করছে বা যারা তাদের সহয়তা করছে তিনি এদের কাউকে চেনেন না। তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিতাভ পরাগ তালুকদার বলেন, ‘পোনা নিধনকারী ও নিষিদ্ধ কারেন্ট জাল ব্যবসায়ীদের বিরুদ্ধে দ্রুত আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।’ 

সর্বশেষ খবর