শুক্রবার, ২৭ জুলাই, ২০১৮ ০০:০০ টা

‘গ্রিন তেঁতুলিয়া ক্লিন তেঁতুলিয়া’

পঞ্চগড় প্রতিনিধি

তরুণদের উদ্যোগে পরিচালিত ‘গ্রিন তেঁতুলিয়া-ক্লিন তেঁতুলিয়া’ প্রতিপাদ্য নিয়ে তেঁতুলিয়ায় শুরু হয়েছে নানা সামাজিক কর্মকাণ্ড। এর অংশ হিসেবে গতকাল গ্রীন তেঁতুলিয়া-ক্লিন তেঁতুলিয়ার কয়েকশ কর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ হেঁটে কোদাল, খুন্তি ও গাছের চারা নিয়ে এসে সড়কের দুই পশে রোপণ করেছেন। এতে নেতৃত্ব দেন তেঁতুলিয়ার ইউএনও সানিউল ফেরদৌস। তেঁতুলিয়া উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম শাহীন জানান, তরুণদের মাদকসহ অসামাজিক কার্যকলাপ থেকে বিরত রেখে ভাল কাজে উদ্বুদ্ধ করার লক্ষ্যে ২০১৭ সালে গ্রীন তেঁতুলিয়া-ক্লিন তেঁতুলিয়ার উদ্যোগ গ্রহণ করা হয়। উপজেলার সহস্রাধিক তরুণ এখন এই উদ্যোগের সঙ্গে জড়িত। ইউএনও বলেন, ‘তরুণদের সঠিকভাবে পরিচালনার দায়িত্ব সমাজেরই। তারা যাতে বিপথে না যায় এবং সামাজিক কাজ করে আনন্দ পায় এই লক্ষ্যেই ‘গ্রিন তেঁতুলিয়া-ক্লিন তেঁতুলিয়ার’ সৃষ্টি।’

সর্বশেষ খবর