শুক্রবার, ২৭ জুলাই, ২০১৮ ০০:০০ টা

এক পলক

সাংবাদিককে হুমকির অভিযোগে বিক্ষোভ

শরীয়তপুরে সাংবাদিক কাজী নজরুল ইসলামকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ তুলে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমানের শাস্তির দাবিতে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সাংবাদিকরা জেলা প্রশাসক কার্যালয় চত্বরে গতকাল এই কর্মসূচি পালন করেন। বক্তৃতা করেন, শহিদুজ্জামান খান, রোকনুজ্জামান পারভেজ প্রমুখ। পরে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেওয়া হয়। —শরীয়তপুর প্রতিনিধি

গো-খাদ্য বিতরণ

সুনামগঞ্জ সদর উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত ১৪০টি কৃষক পরিবারের মাঝে বিনামূল্যে গো-খাদ্য বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা প্রাণিসম্পদ কার্যালয়ের সামনে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের হাতে ৭৫ কেজি করে দানাদার গো-খাদ্য তোলে দেওয়া হয়েছে। এছাড়া প্রত্যেক পরিবারকে ১২টি করে পশুর কৃমিনাশক ট্যাবলেট দেওয়া হয়েছে।

—সুনামগঞ্জ প্রতিনিধি

যুবলীগের কমিটি

গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজাবাড়ী ইউনিয়ন যুবলীগের কমিটি গঠন করা হয়েছে। ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে কমিটি গঠন করা হয়। আব্দুল কাদির ভুঁইয়াকে সভাপতি, শেখ মো. আলমগীর হোসেনকে সাধারণ সম্পাদক ও আকরাম হোসেনকে সাংগঠনিক সম্পাদক করে তিন বছরের জন্য এ কমিটি গঠন করা হয়। জেলা পরিষদের সদস্য ও উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক নূরুল ইসলাম শিমুল প্রধান অতিথি হিসেবে এ কমিটি ঘোষণা করেন। —শ্রীপুর প্রতিনিধি

গণসংযোগ

নেত্রকোনা-৪ আসন থেকে নৌকার মনোনয়নপ্রত্যাশী মুক্তিযোদ্ধা মমতাজ হোসেন চৌধুরী। তিনি ১৯৬৯ সালে ছাত্রলীগের উপজেলা যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। ফ্রেন্স অব বাংলাদেশের জেদ্দা আওয়ামী লীগের সভাপতি, সদস্য হজ কমিটি সৌদি আরবসহ দেশে-বিদেশে আওয়ামী লীগ কর্মী হিসেবে নানা দায়িত্ব পালন করেছেন। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার পূর্বপ্রস্তুতি হিসেবে মমতাজ দীর্ঘদিন ধরে মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরীতে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। ভোটারদের কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া কামনা এবং আওয়ামী লীগের উন্নয়নের চিত্র তুলে ধরছেন। —নেত্রকোনা প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর