শুক্রবার, ২৭ জুলাই, ২০১৮ ০০:০০ টা

এমপি রানাকে টাঙ্গাইল আদালতে হাজির

টাঙ্গাইল প্রতিনিধি

মুক্তিযোদ্ধা ফারুক হত্যা মামলার পরবর্তী স্বাক্ষ্যগ্রহণ ৫ সেপ্টেম্বর। এর আগে সকালে কাশিমপুর কারাগার থেকে মুক্তিযোদ্ধা ফারুক হত্যা মামলার প্রধান আসামি আমানুর রহমান খান রানা এমপিকে টাঙ্গাইল আদালতে হাজির করা হয়। দুপুর আড়াইটায় একই আদালতে টাঙ্গাইলের আওয়ামী লীগ নেতা ও মুক্তিযোদ্ধা ফারুক আহম্মেদ হত্যা মামলার বিচারিক কার্যক্রম শুরু করেন আদালতের বিচারক প্রথম ও অতিরিক্ত জেলা ও দায়রা জজ মাকসুদা খানম। এতে নিহত ফারুকের মেয়ে ফারজানা আহমেদ মিঠুন আদালতে সাক্ষ্য প্রদান করেন। পরে আসামীপক্ষের আইনজীবীরা তাকে জেরা শুরু করেন। পরে ফারজানার সাক্ষ্য প্রদান ও জেরা সমাপ্ত হয়। বিচারক এ মামলার অন্যান্য সাক্ষীর সাক্ষ্য গ্রহণ পরবর্তী তারিখ ৫ সেপ্টেম্বর ধার্য করেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় বিশেষ নিরাপত্তার মধ্য দিয়ে টাঙ্গাইল প্রথম ও অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে তাকে হাজির করা হয়। উল্লেখ্য, ২০১৩ সালের ১৮ জানুয়ারি জেলা আওয়ামী লীগের সদস্য ফারুক আহমেদের গুলিবিদ্ধ লাশ তার কলেজপাড়া এলাকার বাসার কাছ থেকে উদ্ধার করা হয়।

ঘটনার তিনদিন পর তার স্ত্রী নাহার আহমেদ বাদি হয়ে টাঙ্গাইল সদর থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা দায়ের করেন। ২০১৪ সালের আগস্টে গোয়েন্দা পুলিশের তদন্তে  এই হত্যায় এমপি রানা ও তার ভাইদের নাম বের হয়ে আসে। ২০১৬ সালের ৩ ফেব্রুয়ারি তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র জমা দেয় গোয়েন্দা পুলিশ।

সর্বশেষ খবর