শনিবার, ২৮ জুলাই, ২০১৮ ০০:০০ টা

শ্রীহীন হয়ে পড়ছে কুয়াকাটা

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

শ্রীহীন হয়ে পড়ছে কুয়াকাটা

সমুদ্রের ঢেউয়ে ভাঙছে কুয়াকাটা —বাংলাদেশ প্রতিদিন

বঙ্গোপসাগরের ঢেউয়ের তাণ্ডবে কুয়াকাটার সমুদ্র সৈকত শ্রীহীন হয়ে পড়ছে। সরেজমিন দেখা গেছে, কুয়াকাটার জিরো পয়েন্টর প্রায় ২০ ফুট সড়ক বিলীন হয়ে গেছে। সৈকতের পূর্ব দিকের নারিকেল, মেহেগনি, তাল গাছসহ বনবিভাগের রোপিত শতাধিক ঝাউ গাছ উপড়ে পড়ে আছে। কিছু গাছের গোড়া থেকে বালু সরে গিয়ে গাছের মূলসহ শিকড়-বাকর বের হয়ে আছে। জিও ব্যাগ দ্বারা সৈকতের ভাঙন ও বালুক্ষয় রোধে উদ্যোগ নিয়েছে পানি উন্নয়ন বোর্ড। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কলাপাড়ার নির্বাহী প্রকৌশলী আবুল খায়ের জানান, বালু ক্ষয় ও ভাঙন প্রতিরোধে স্থায়ীভাবে কুয়াকাটা সৈকত রক্ষার জন্য ‘সৈকত রক্ষা প্রকল্প’ প্রস্তাবনা আকারে পাঠানো হয়েছিল সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে। যা পরিকল্পনা মন্ত্রণালয় থেকে ফের বিস্তারিত সমীক্ষার জন্য ফেরত পাঠানো হয়েছে। তিনি জানান, পানি উন্নয়ন বোর্ডের নিজস্ব উদ্যোগ ও অর্থায়নে স্বল্প পরিসরে জরুরি ভিত্তিতে ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ এবং সৈকত প্রটেকশনের উদ্যোগ নেওয়া হয়েছে।

সর্বশেষ খবর