বুধবার, ১ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

গণহিস্টিরিয়ায় ২১ ছাত্রী

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীতে গণহিস্টিরিয়ায় আক্রান্ত হয়ে ২১ ছাত্রী হাসপাতালে ভর্তি রয়েছেন। তারা এখন শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা। এ ঘটনায় স্কুল বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। জেলার ছনগাঁও বালিকা উচ্চ বিদ্যালয়ের এ সব শিক্ষার্থী সোমবার দুপুর থেকে গতকাল সকাল পর্যন্ত অসুস্থ হয়ে পড়েন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সফিনাজ বেগম জানান, সোমবার দুপুরের দিকে পাঠদান চলাকালে অষ্টম শ্রেণির দুই ছাত্রী হঠাৎ অচেতন হয়ে পড়ে। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের বাড়ি পাঠানো হয়। বিদ্যালয় ছুটির পর বাড়ি ফেরার পথে আরও পাঁচ ছাত্রী অচেতন হন। অভিভাবকরা তাদের উপজেলা স্বাস্থ্য কমপেক্সে ভর্তি করেন।

বাড়ি ফেরার পর অসুস্থ হন আর কয়েকজন। মঙ্গলবার সকাল পর্যন্ত ২১ ছাত্রীকে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। হাসপাতাল সূত্র জানায়, অসুস্থ ছাত্রীরা গণহিস্টিরিয়ায় আক্রান্ত হয়েছে। সাধারণত দুর্বলতা বা অন্য কোনো কারণে একজনের অসুস্থতা দেখে অন্যরা অসুস্থ হয়ে পড়ে। অসুস্থদের পুরোপুরি সুস্থ হয়ে উঠতে আরও দুই দিন লাগতে পারে।

সর্বশেষ খবর