বুধবার, ১ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

চার জেএমবি নেতা রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক, রংপুর

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় গ্রেফতার সন্দেহভাজন চার জেএমবি নেতাকে জিজ্ঞাসাবাদের জন্য ৭দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। গতকাল রংপুরের বিচারিক হাকিম আরিফুল ইসলাম এ আদেশ দেন। রিমান্ডে নেওয়া ব্যক্তিরা হলো—গঙ্গাচড়া উপজেলার কোলকোন্দ ইউনিয়নের কুড়িবিশ্বা দোলাপাড়ার সিরাজুল ইসলামের ছেলে আজহারুল ইসলাম (৩৪), একই উপজেলার নোহালী ইউনিয়নের চর বাগডহড়া গ্রামের তৈয়ব আলীর ছেলে আকরামুজ্জামান (৩০), মমিন আলীর ছেলে ফারুক ওরফে সাজু (২৬) ও আব্দুস সামাদের ছেলে আব্দুল হাকিম ওরফে মিলন (৩৪)। পুলিশ বলছে— এরা সবাই জেএমবির বিভিন্ন পর্যায়ের নেতা। মামলার তদন্ত কর্মকর্তা গঙ্গাচড়া থানার এসআই আব্দুল মতিন জানান, আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়। উভয়পক্ষের শুনানি শেষে আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।  গঙ্গাচড়া থানার ওসি মশিউর রহমান জানান, পুলিশ সদর দফতরের গোয়েন্দা শাখা, রংপুর, লালমনিরহাট ও বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের একটি দল রবিবার রাতে তাদের গ্রেফতার করে। এ সময় তাদের দেহ তল্লাশি করে একটি বিদেশি একে-২২ রাইফেল ও একটি ম্যাগজিন, ১৫টি গুলি, দুটি বিদেশি ৭.৬৫ পিস্তল ও তিনটি ম্যাগজিন, দুটি বার্মিজ চাকু ও ৫৫ হাজার টাকা উদ্ধার করা  হয়। অভিযানের সময় আরও কয়েকজন পালিয়ে গেছে বলে তিনি জানান। গ্রেফতারের পর তাদের বগুড়ায় নেওয়া হয়। আজ সকালে তাদের বগুড়া থেকে গঙ্গাচড়া থানায় সোপর্দ করা হয়। বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের এসআই ফিরোজ বাদী হয়ে তাদের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা করেন।

গঙ্গাচড়ার তিস্তা নদীর দুর্গম চরাঞ্চলে জেএমবি তাদের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে আসছিল। অনেক দিন ধরে পুলিশ তাদের খোঁজখবর নিচ্ছিল  বলে দাবি করেন ওসি মশিউর রহমান।

সর্বশেষ খবর