বৃহস্পতিবার, ২ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

মাতোয়ারা মুক্তির আনন্দে

পঞ্চগড় ও ফুলবাড়ী প্রতিনিধি

মাতোয়ারা মুক্তির আনন্দে

ছিটমহল চুক্তি বাস্তবায়নের তিন বছর পূর্ণ হয়েছে গতকাল। এ উপলক্ষে সাবেক ছিটমহলবাসী আয়োজন করে নানা কর্মসূচির। কুড়িগ্রামের দাসিয়ারছড়ায় অনুষ্ঠিত হয় লাঠি খেলা।

বাংলাদেশ-ভারত ছিটমহল বিনিময় চুক্তি বাস্তবায়নের তিন বছর পূর্ণ হয়েছে গতকাল। দিনটি উপলক্ষে মুক্তির আনন্দে মেতেছিল পঞ্চগড় ও কুড়িগ্রামের সাবেক ছিটমহলের বাসিন্দারা। পঞ্চগড় সদর উপজেলার বিলুপ্ত গাড়াতি ছিটমহলের মফিজার রহমান কলেজ শহীদ মিনারে ৩১ জুলাই দিবাগত রাত ১২টা ১ মিনিটে পুষ্পস্তবক অর্পণ, মশাল-মোমবাতি প্রজ্বালন ও বিশেষ মোনাজাত করা হয়। গতকাল সকালে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় দিবসের কর্মসূচি। পরে বিজয় র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে জেলা প্রশাসক, সদর উপজেলার ইউএনও এবং বিলুপ্ত গাড়াতি ছিটমহলের সাবেক চেয়ারম্যানসহ শিক্ষক-শিক্ষার্থী ও সর্বস্তরের মানুষ অংশ নেন। এদিকে কুড়িগ্রামের ফুলবাড়ীর দাসিয়ারছড়াবাসী আনন্দ-উল্লাসে দিনটি উদযাপন করে। প্রতিটি বাড়ি, রাস্তার মোড়, বাজার ছেয়ে গেছে জাতীয় পতাকায়। দিনভর ছিল খাওয়া-দাওয়া, আড্ডা, স্মৃতিচারণ। বিকালে নারী-পুরুষ-শিশু সবাই দল বেঁধে ছুটে যান দাসিয়ারছড়ার কালিরহাট বাজারের সাবেক ছিটমহল বিনিময় আন্দোলনের প্রধান কার্যালয়ে। মিছিলে-স্লোগানে মুখরিত হয়ে ওঠে সাবেক ছিটমহল দাসিয়ারছড়া। এর আগে ৩১ জুলাই দিবাগত রাত ১২টা ১ মিনিটে ৬৮টি মোমবাতি প্রজ্বালন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও কেক কাটা হয়। গতকাল সকালে বের হয় আনন্দ র‌্যালি। অনুষ্ঠিত হয় পথসভা। শেষে কালিরহাট প্রাথমিক বিদ্যালয় মাঠে লাঠি খেলায় মেতে ওঠেন বিভিন্ন বয়সের মানুষ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর